WB Assembly Election 2021: বুথের ১০০ মিটারের ধারে কাছে থাকবে না রাজ্য Police, প্রথম দফায় ৭০৫ কোম্পানি আধাসেনা
এবার ডিএম(DM) ও এসডিওদের(SDO) কাছেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। কুইক রেসপন্স টিমে থাকবে না কোনও রাজ্য পুলিস
নিজস্ব প্রতিবেদন: একমাত্র কেন্দ্রীয় বাহিনীই থাকবে বুথের নিরাপত্তায়। বুথের ১০০ মিটারের মধ্যে থাকবে না রাজ্যের কোনও বাহিনী। লোকাসভা নির্বাচনের পর বার বিধানসভাতেও একই ধাঁচে বুথের নিরাপত্তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন-'কমিশনে নাক গলাচ্ছে,' শাহের বিরুদ্ধে কলকাতায় বসে চক্রান্তের অভিযোগে সরব Mamata
বুথে গোলমাল সামাল দিতে কুইক রেসপন্স টিম ও সেক্টর অফিসারের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী(Central Force)। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এবার আর বুথের ১০০ মিটারের ধারে কাছে থাকবে না রাজ্যের পুলিস।
আরও পড়ুন-একুশের ভোটে নদিয়া থেকে লড়ছেন মুকুল? শাহের তলবে রাতেই দিল্লি যাচ্ছে বঙ্গ ব্রিগেড
অতীতের সব রেকর্ড ভেঙে এবার বিধানসভা নির্বাচনে(WB Assembly Election) বিপুল সংখ্যাক কেন্দ্রীয় বাহিনী মেতায়েন করা হচ্ছে। শুধুমাত্র প্রথম দফাতেই মোতায়েন করা হচ্ছে ৭০৫ কোম্পানি বাহিনী। দশ হাজার বুথের জন্য় সত্তর হাজার জওয়ান। ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে ৪৯৫ কোম্পানি বাহিনী। কয়েক দিনের মধ্যে রাজ্যে আসছে আরও ২১০ কোম্পানি বাহিনী।
এবার ডিএম(DM) ও এসডিওদের(SDO) কাছেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। কুইক রেসপন্স টিমে থাকবে না কোনও রাজ্য পুলিস।