WB Assembly Election 2021: অভিষেকের সভা শেষে BJP কর্মীদের ওপর হামলা, মহিলাদের মারধরের অভিযোগ TMCর বিরুদ্ধে

পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন আহত বিজেপি কর্মী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Updated By: Mar 31, 2021, 11:37 AM IST
WB Assembly Election 2021: অভিষেকের সভা শেষে BJP কর্মীদের ওপর হামলা, মহিলাদের মারধরের অভিযোগ TMCর বিরুদ্ধে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: গতকাল গোসাবায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল. গুরুতর জখম এক বিজেপি কর্মী। অভিযোগের তীর গিয়েছে তৃণমূলের দিকেই। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি কর্মীদের ওপর হামলা শুরু হয়। আহত বিজেপি কর্মীর নাম দুলাল চন্দ্র খাঁ। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা গোসাবা বিধানসভা বিপ্রদাসপুরে। 

আরও পড়ুন: WB Assembly Election 2021: বৃহস্পতিবার বাড়তি নজর Nandigram-এ, মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি Central Force

বিজেপির অভিযোগ, কর্মীরা সাধারণ মানুষের বাড়িতে ভোটের প্রচার করে ফিরছিলেন। সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদের ঘিরে ধরে মারধর করতে শুরু করে। এর পাশাপাশি মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোহ। এই ঘটনায় গুরুতর আহত হন এক বিজেপি কর্মী। তাঁকে প্রথমে গোসোবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন আহত বিজেপি কর্মী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

.