Suvendu Adhikari: আসলে পঙ্গু হয়ে গিয়েছে রাজ্য সরকার, ডিসেম্বরের বেতনই দিতে পারবে না
শুভেন্দু বলেন, বুড়িমার বোম বন্ধ হয়েছে কিন্তু পিসিমার বোম বন্ধ হয়নি। যতদিন না পিসিমার বোম বন্ধ হচ্ছে ততদিন লোক মরবে। বোমা বিস্ফোরণ হবে
কিরণ মান্না: রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে বেশকিছু দিন ধরেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে চলেছেন শুভেন্দু অধিকারী। রবিবার তিনি ফের একবার তোপ দাগলেন রাজ্য সরকারের দিকে। শুভেন্দু অধিকারী বলেন, টাকা নেই এই সরকারের হাতে। রাজ্যের পরিকাঠামো উন্নয়ণের জন্য ১০ হাজার টাকা ঋণ চাইছে। আপনাদের বলে রাখছি ডিসেম্বর মাস থেকে এই সরকার লেম ডাক্-এ পরিণত হবে। আমরা কখনও বলিনি বিজেপি ভোটে না জিতে, ৭০ জন বিধায়ক নিয়ে সরকারে বসবে। দেখতে তো পাচ্ছেন সবই। মেধাবী যুবক যুবতীদের রাস্তা থেকে তুলতে সরকারকে ১৪৪ ধারার জন্য কোর্টে যেতে হচ্ছে। হাত আইন থাকলেও তা প্রয়োগ করতে পারছে না, আদালতে যাচ্ছে। সরকার কতটা দুর্বল হলে এমন করে? এই সরকার তো কার্যত লেম ডাক-সরকার হয়ে গিয়েছে। সরকার পরিকাঠামোর জন্য ১০ হাজার কোটি টাকা ঋণ চাইছে। তার কারণ ডিসেম্বর মাসের বেতন যা ১ জানুয়ারি হওয়ার কথা তা হবে না। নভেম্বর পর্যন্ত বেতন আছে।
আরও পড়ুন-দরকার মাত্র ২৮ রান! বিশ্বরেকর্ড নিজের করে নেবেন বিরাট
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুভেন্দু বলেন, বুড়িমার বোম বন্ধ হয়েছে কিন্তু পিসিমার বোম বন্ধ হয়নি। যতদিন না পিসিমার বোম বন্ধ হচ্ছে ততদিন লোক মরবে। বোমা বিস্ফোরণ হবে। বারুদের স্তুপে বাংলা বলেই বারবার NIA আসছে, কোট এনআইএ তদন্তের নির্দেশ দিচ্ছে।
ডিসেম্বর থেকে সরকার যে পঙ্গু হয়ে যাবে একথা বারবারই বলে চলেছেন শুভেন্দু অধিকারী। আজও সেই একই কথা বলেছেন। এনিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ওদের দলে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। সৌমিত্র খাঁ তো ওদের রাজ্য সভাপতিকে ইতিমধ্যেই অপদার্থ বলে দিয়েছেন। সুকান্ত মজুমদার বলছেন যোগ্য়াতার বিচার করি না। তাই একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন। রাহুল সিনহা, সায়ন্তনরা বিক্ষুব্ধের সুরে কথা বলছেন। সুকান্ত যখন মিছিল করছে তখন বিজেপির অর্ধেক বিধায়ক যাচ্ছে না। আমার মনে হয়ে ওদের দলের এইসব কর্মকাণ্ড ডিসেম্বর মাসে চরম সীমায় পৌঁছবে। এটাই বেধহয় বলতে চেয়েছে।