Weather : স্বাভাবিকের নীচে নামল পারদ, কলকাতায় শীত কবে? জানাল হাওয়া অফিস

জম্মু-কাশ্মীরের ঠান্ডা হওয়া উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে অবাধে প্রবেশ করতে থাকবে বাংলায়।  

Updated By: Oct 30, 2021, 04:53 PM IST
Weather : স্বাভাবিকের নীচে নামল পারদ, কলকাতায় শীত কবে? জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চলতি মরশুমে আজ প্রথমবার স্বাভাবিকের নীচে নামল পারদ। গোটা রাজ্যেই আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কম। আগামিকালের মধ্যে জেলায় জেলায় রাতের তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির ক্ষেত্রে পারদ নামতে পারে ২ ডিগ্রি বা তারও বেশি। তবে পারদ নামতে শুরু করলেও, শীত এখনই পড়ছে না।

আলিপুর আবহারও দফতর জানাচ্ছে, পুরদস্তুর শীতের জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু পর্যন্ত। দিনের তাপমাত্রা এখন আর ৩০ ডিগ্রির উপরে ওঠার সম্ভাবনা কম। তবে দিনের তাপমাত্রা ২২-এর নীচে নেমে এলে, তবেই শীতকাল বলা যায়। অন্যদিকে, আগামী ১৫ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০-র উপরে উঠবে না। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ১৫-র নীচে নামলে, তবেই শীতকাল বলা যায়। তাই শীতের আমেজ টের পাওয়া গেলেও শীতের ঠান্ডা উপভোগ করার জন্য এখনও অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত,আজ জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে-
দার্জিলিং ১০.০
কালিম্পং ১৪.০
জলপাইগুড়ি ১৮.৪
কলকাতা ২২.৩
বাঁকুড়া ১৯.৫
শ্রীনিকেতন ১৮.২
দিঘা ২১.৫
বহরমপুর ২২.৪

আরও পড়ুন, Calcutta High Court Bans Fire Crackers: সমস্ত বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা হাইকোর্টের

পূর্বাভাস বলছে, আগামী ৭ দিন উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়া আর কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ থাকবে পরিষ্কার, ঝকঝকে ও মেঘমুক্ত। আবহাওয়া থাকবে শুষ্ক। জম্মু-কাশ্মীরের ঠান্ডা হওয়া উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে অবাধে প্রবেশ করতে থাকবে বাংলায়।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.