Weather Today: কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে
উত্তরবঙ্গের পার্বত্য, ডুয়ার্স ও সমতলের জেলায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
অয়ন ঘোষাল: অবশেষে তুলনামূলক ভাবে কিছুটা বেশি বৃষ্টির মুখ দেখতে চলেছে দক্ষিণবঙ্গ। উপকূলের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি দেখা যাবে। পশ্চিমের জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। দিনের যেকোনও সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। দুটি তাপমাত্রাই এই সময়ের হিসেবে স্বাভাবিক থাকার কথা জানানো হয়েছে। তবে অস্বাভাবিক জলীয় বাষ্পের উপস্থিতি বৃষ্টির ফাঁকে ঘাম ঝরাবে বলেও জানানো হয়েছে।
রবিবার দিনের তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। রাতের তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। দুটি তাপমাত্রাই এই সময়ের হিসেবে স্বাভাবিক। আপাতত তাপমাত্রা আর বাড়বে না বলেই জানানো হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচচ পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে ১৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও প্রায় সমপরিমাণ অথবা সামান্য বেশি বৃষ্টি হতে চলেছে।
আরও পড়ুন: করোনা কাটিয়ে ফিরছে পৌষ মেলা, রাজ্য সরকারকে সাহায্যের আবেদন বিশ্বভারতির উপাচার্যের
উত্তরবঙ্গের পার্বত্য, ডুয়ার্স ও সমতলের জেলায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।