West Bengal Election 2021: নন্দীগ্রামে দিনভর Mamata-র কনভয় ঘিরে 'জয় শ্রী রাম', আউটসাইডার গো আউট: Mamata
২০১৯ সালে মমতার (Mamata Banerjee) কনভয় যাওয়ার সময় উঠেছিল 'জয় শ্রী রাম' ধ্বনি।
নিজস্ব প্রতিবেদন: দিনভর নন্দীগ্রামে দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গাড়ি ঘিরে 'জয় শ্রী রাম' ধ্বনি দিলেন বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। মঙ্গলবার সকালে নন্দীগ্রামে রেয়াপাড়ায় মমতার (Mamata Banerjee) কনভয় যাওয়ার সময়ে এই ধ্বনি ওঠে। এরপর মহম্মদবাজারেও একই ঘটনা। বিকেলে টেঙ্গুয়া মোড়ে ফের উঠল 'জয় শ্রী রাম' ধ্বনি। কারও নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ দিন বলেন, 'প্রচার শেষ। এবার বহিরাগতরা চলে যাক।'
গত লোকসভা ভোটের সময়ে মমতার (Mamata Banerjee) কনভয় যাওয়ার সময় উঠেছিল 'জয় শ্রী রাম' ধ্বনি। ক্ষুব্ধ হয়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই শুরু। তারপর একাধিকবার এই ঘটনা ঘটেছে। বিষয়টিকে হাতিয়ার করেছে বিজেপিও। প্রচার চলেছে, মমতা রাম নাম শুনতে চান না। তার পাল্টা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'জয় সিয়া রাম।' বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতার গাড়ি ঘিরে 'জয় শ্রী রাম' ধ্বনি তোলেন বিজেপি কর্মীরা। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, নন্দীগ্রামের রাস্তায় দিয়ে চলে যাচ্ছে মমতার কনভয়। তখনই গেরুয়া টুপি ও ফেট্টি পরা এক দল বিজেপি কর্মী 'জয় শ্রী রাম' ধ্বনি দেন। মমতার গাড়ির পিছনেও দৌড়তে দেখা গিয়েছে তাঁদের। বিজেপি কর্মীদের সংযত করেন তৃণমূল নেত্রীর নিরাপত্তা কর্মীরা।
এরপর টেঙ্গুয়া চার মাথার মোড়েও মমতার কনভয় ঘিরে দেওয়া হয় 'জয় শ্রী রাম' ধ্বনি। বলরামপুরে দলীয় কর্মীর বাড়ি থেকে বেরানোর পথেও একই ঘটনা ঘটে। ফের সন্ধেয় টেঙ্গুয়া মোড় দিয়ে মমতা বাড়ির ফেরার সময়ে তাঁর গাড়ি ঘিরে রাম নামের ধ্বনি দেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। এ দিন অমিত শাহ ও মিঠুন চক্রবর্তীর কর্মসূচি থাকায় রাস্তায় বিজেপি কর্মীদের ভিড় ছিল। তাঁরা স্লোগান দিয়েছেন বলে খবর। মমতার (Mamata Banerjee) কথায়,'ক্যাম্পেন শেষ। এবার আউটসাইডাররা চলে যাক। আমি ইনসাইডার। এখানেই থাকব।'
নন্দীগ্রামে মমতার কনভয় ঘিরে 'জয় শ্রী রাম' ধ্বনি pic.twitter.com/MxfQyQdPDh
— zee24ghanta (@Zee24Ghanta) March 30, 2021
গত ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীর উদযাপনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনুষ্ঠানে মমতার বক্তব্য শুরুর আগে জয় শ্রী রাম ধ্বনি দেন বিজেপি কর্মীরা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভাষণ না দিয়ে প্রতিবাদ করেন।