West Bengal Election 2021: কোচবিহারের ঘটনা দিদির ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানের অংশ : Modi

শীতলকুচির ঘটনায় মমতাকে (Mamata Banerjee) নিশানা মোদীর (Narendra Modi)।   

Updated By: Apr 12, 2021, 04:44 PM IST
West Bengal Election 2021: কোচবিহারের ঘটনা দিদির ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানের অংশ : Modi

নিজস্ব প্রতিবেদন: কোচবিহারের শীতলকুচির ঘটনা মমতার ছাপ্পা ভোটের অংশ বলে মন্তব্য করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।সোমবার কল্যাণীর সভায় প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,'দিদি পরাজয় দেখে নতুন ষড়যন্ত্র এঁটেছেন দিদি। প্রকাশ্যে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে বলছেন। আর একটা দল ছাপ্পা দেবে।'  

এ দিন কল্যাণীর সভায় মোদী (Narendra Modi) বলেন,'পরাজয়ের আঁচ পেয়ে নতুন ষড়যন্ত্র করছেন দিদি। তপশিলি জাতি ও উপজাতির মানুষকে ভোট না দিতে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তার বদলে ছাপ্পা দেবে ওঁর দলের লোকেরা। প্রকাশ্যে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলছেন। সেই সুযোগে ছাপ্পা দেবে তৃণমূলের লোকেরা। কোচবিহারে যা হয়েছে, তা দিদির ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানের অংশ।'

কোচবিহারের শীতলকুচিতে বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। ওই দিন শিলিগুড়ির জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, 'দিদি ও তৃণমূলের গুন্ডাদের স্পষ্ট করে বলতে চাই, দিদি ও টিএমসির খামখেয়ালিপনা চলতে দেব না। আমি নির্বাচন কমিশনকে বলছি, কোচবিহারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক। হিংসা, নিরাপত্তা বাহিনীর উপরে আক্রমণের পরিকল্পনা ও ভোটপ্রক্রিয়ায় বাধাদান আর আপনাকে বাঁচাতে পারবে না দিদি। হিংসা ছড়িয়ে আপনি ১০ বছরের কুকর্ম থেকে রক্ষা পাবেন না।' এ দিন আরও একবার সিআইএসএফের পাশেই দাঁড়ালেন নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন, সেদিন শীতলকুচিতে গোলমাল করতে এসেছিল তৃণমূলের লোকেরাই।       

ভোটের সময় শীতলকুচি-কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অমিত শাহের ইস্তফা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, 'অমিত শাহের অঙ্গুলিহেলনে গুলি চালিয়েছে বাহিনী। আর ক্লিনচিট দিচ্ছেন প্রধানমন্ত্রী।'

আরও পড়ুন- Dilip Ghosh এর প্রচারের উপর নিষেধাজ্ঞা চাইল TMC, Election Commission কে কড়া চিঠি

.