উত্তর ২৪পরগনা জেলার পঞ্চায়েত ফলাফল
এক নজরে দেখে নিন উত্তর ২৪ পরগনার পঞ্চায়েতের ফলাফল
জেলা পরিষদ ⇒ পঞ্চায়েত সমিতি ⇒ গ্রাম পঞ্চায়েত ► উত্তর ২৪ পরগনা
কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনার পূর্ব দিকে গা ঘেঁষে রয়েছে বাংলাদেশ। এই জেলার সদর দফতর বারাসত। ২০১১ সালে জনগণনা অনুযায়ী, এখানে প্রায় এক কোটি মানুষের বাস রয়েছে। শিক্ষার হার ৮৫ শতাংশ।
জেলা পরিষদ: মোট আসন- ৫৭ | জেলা পরিষদ: মোট আসন- ৫৭ | জেলা পরিষদ: মোট আসন- - | |||
২০১৮ | ২০১৩ | ২০০৮ | |||
তৃণমূল | ৫২ | তৃণমূল | ৩৭ | বামফ্রন্ট | - |
বামফ্রন্ট | ০ | বামফ্রন্ট | ২১ | তৃণমূল | - |
বিজেপি | ০ | ||||
কংগ্রেস | ০ | ||||
অন্যান্য | ০ |
অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -
নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।। মালদহ ।। জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম