Weather Today: বৈশাখের শুরুতে রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ, ভ্যাপসা গরম কি আরও বাড়বে?
হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে।
নিজস্ব প্রতিবেদন: বৈশাখের শুরুতে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও বৃষ্টি অধরাই ছিল। পূর্বাভাস মেনে বৃষ্টি অবশ্য হয়নি। উত্তরবঙ্গে লাগাতার চলছে বৃষ্টি। আর চাঁদিফাটা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকছে এখনই। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে। যদিও বিকেলের পর থেকে অবশ্য দখিনা হাওয়ার দাপটে স্বস্তির অনুভূতি মিলবে।আগামী ১-২দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জুড়ে।
রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলির সঙ্গে তাপে পুড়েছে উপকূলীয় জেলা গুলিও। এপ্রিল পড়ার পর থেকেই পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি এর কাছাকাছি। উত্তরোত্তর বেড়েই চলেছে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলির তাপমাত্রা। আজ হালকা মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।
আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮১ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি রাজ্যে।
আরও পড়ুন, Tokay Gecko: ঠিক যেন গিরগিটি! বিরল প্রজাতি তক্ষকের সন্ধান মিলল ফুলবাড়িতে