Weather Today: ভোরের শহরে শীতের আমেজ, বৃষ্টি শেষে কমছে তাপমাত্রা
বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে এবার রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া।
নিজস্ব প্রতিবেদন: অফিসিয়ালি বৃষ্টি বিদায় নিলেও, বিক্ষিপ্ত বর্ষণেও নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে৷ তবে সেই ভ্রুকুটি কাটিয়ে এবার রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ইতিমধ্যেই শুষ্ক আবহাওয়া বেশ টের পাওয়া যাচ্ছে৷ শহর ছাড়িয়ে গ্রামের মেঠো পথে সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যাচ্ছে৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানাম হয়েছিল এই সপ্তাহের শেষেই শীতের আমেজ টের পাবে বঙ্গবাসী।
পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। শুক্র ও শনিবারে রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে, জানাচ্ছে আবহাওয়া দফতর। শুক্রবারে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমেছে। বৃষ্টি কমেছে উত্তরবঙ্গেও। সেখানে এবার বাড়বে শীতের আমেজ। রাতের তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের নীচে নামতে শুরু করেছে। সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশাও দেখা যাচ্ছে পাহাড়ে।
আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডারের বাতিল ও প্রাপকদের তালিকা আছে, কী করতে হবে জানি: Suvendu
যদিও আকাশ পরিষ্কার থাকলে তবেই তাপমাত্রা কমবে। শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। তবে তার প্রভাব আপাতত বাংলার দিকে পরবে না বলেই খবর।
আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৯.৮ মিলিমিটার।