Weather Today: রাজ্যে ফের ফিরল শীত, একলাফে তাপমাত্রা কমল রেকর্ড হারে

রবিবারও রাজ্যের তাপমাত্রায় বেশ বড় বদল এসেছে।

Updated By: Feb 6, 2022, 08:59 AM IST
Weather Today: রাজ্যে ফের ফিরল শীত, একলাফে তাপমাত্রা কমল রেকর্ড হারে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ইনিংস এখনও শেষ হয়নি শীতের। বরং শেষ বেলায় ফের ঝোড়ো ব্যাটিংয়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির জেরে অনেকটাই কমেছিল তাপমাত্রা। রবিবারও রাজ্যের তাপমাত্রায় বেশ বড় বদল এসেছে। একলাফে প্রায় তিন ডিগ্রি কমেছে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই৷ বরং রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতিই হবে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অনেকটাই কমবে রাতের তাপমাত্রা, প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি কমবে। সকালে জমিয়ে শীতের আমেজ আরো কিছুদিন থাকবে। রবিবার থেকে পরিষ্কার আকাশ রাতের তাপমাত্রা আরও নামবে ফিরবে শীতের আমেজ। অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই বাংলায় এমন আবহাওয়ার পরিবর্তন।

যদিও নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে এদিনও বৃষ্টির সম্ভাবনা। তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, রাজ্যে বৃষ্টিতে আবার চাষবাসের ক্ষতি হতে পারে। উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস ছিল। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।  

আরও পড়ুন, Snowfall: চারিদিকে বরফের পুরু আস্তরণ! ১০ বছর পর তুষারপাত লাভা-রিশপে

যদিও আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন তাপমাত্রা বাড়বে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে ঘন কুয়াশার দাপট দেখা যাবে, এমনটাই মৌসম ভবন সূত্রে খবর। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে৷ 

আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ, ন্যূনতম ৩৬ শতাংশ থাকবে৷

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.