Bengal Weather: বাধার মুখে শীত! জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কবে?

Weather Update: জমিয়ে শীতের আমেজ রাজ্যে।আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বাংলায় বাধার মুখে শীত। উত্তরবঙ্গের বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়া। 

Updated By: Nov 26, 2024, 08:34 AM IST

অয়ন ঘোষাল: বাংলায় বাধার মুখে শীত। চলতি উইকেন্ডে বৃষ্টি উপকূলে। আগামী দু'দিন বৃষ্টি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আপাতত শীতের আমেজ থাকছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এই মাসে আর রইল না। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের দু- এক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘণ্টাতেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আরও পড়ুন, Kolkata Bus: ১৫-র বদলে ২০ বছর বাসের আয়ু! দুর্ঘটনা রুখতে চেয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য...

উত্তরবঙ্গের বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশা হতে পারে সামান্য দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। ৩০ নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলে। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাতে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলা গুলিতে হালকা মেঘের সঞ্চার হতে পারে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। ফলে সাময়িক ভাবে গায়েব হতে পারে শীতের আমেজ। 

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতোমধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত। তবে আরও শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে দিল্লির মৌসম ভবন কোনও পূর্বাভাস দেয়নি। যদিও বিদেশি একাধিক আবহাওয়া রিসার্চ মডেল দাবি করছে,  শ্রীলংকা ও তামিলনাড়ু উপকূলে মধ্যভাগে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেক্ষেত্রে এর নামকরণ হবে ফিনজল। তবে পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরে এই সিস্টেমের প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না বলেই এখনও পর্যন্ত পূর্বাভাস। তবে উপকূলের জেলায় এই সপ্তাহের শেষে বৃষ্টি হবে। 

কলকাতায় দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা খুব সামান্য বাড়তে পারে। শুক্রবার থেকে বাতাসে বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের পরিমাণ। নষ্ট হতে পারে শুষ্ক শীতের আমেজ। বাড়তে পারে কুয়াশার প্রকোপ। মেঘলা হতে পারে আকাশ। রাতের তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে সামান্য কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫১ থেকে ৮৮ শতাংশ।

আরও পড়ুন, Howrah: দুষ্টুমি করেছিল; স্কুলের সেক্রেটারির মারে নাক-কান দিয়ে ঝরল রক্ত, নেতিয়ে পড়ল পড়ুয়া

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.