Weather Today: আজ মরসুমের শীতলতম দিন, ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, কাঁপছে কলকাতা
ডিসেম্বরে এই প্রথম কলকাতায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে। তবে শুধু কলকাতা নয়। রেকর্ড পারদ পতনে কাঁপছে রাজ্যের জেলাগুলিও।
নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বরেই শীতের দাপুটে ইনিংস শহরে। এক লাফে তাপমাত্রা নেমে গেল ১১ ডিগ্রিতে। যা কার্যত রেকর্ড। গত সপ্তাহ থেকেই অনেকটা কমছে তাপমাত্রা। তবে পরিসংখ্যানের হিসেব বলছে আজ মরসুমের শীতলতম দিন। যা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
পৌষের শুরুতেই জমিয়ে ব্যাটিং শুরু শীতের। জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও সোম-মঙ্গলবার ১২ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা এ পূর্বাভাস আগেই ছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ থাকবে পরিষ্কার। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে হবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম।
আরও পড়ুন, TMC: যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে 'গুলি', গুরুতর জখম, 'গোষ্ঠীদ্বন্দ্বের' ইঙ্গিত!
ডিসেম্বরে এই প্রথম কলকাতায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে। তবে শুধু কলকাতা নয়। রেকর্ড পারদ পতনে কাঁপছে রাজ্যের জেলাগুলিও। কৃষ্ণনগর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার মতো শহরেও অনেকটা কমেছে তাপমাত্রা। দার্জিলিঙে ২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ১৩ দশমিক ৫। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা সপ্তাহশেষে ১২ ডিগ্রির নীচে নামে।
বাংলা জুড়েই শীতের প্রভাব। জেলায় আরও কম তাপমাত্রা। দক্ষিণের ৫ জেলায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত। অবাধ উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার ফলে হিমেল উত্তুরে হাওয়ার গতিপথ অবাধ। যার ফলে আরও নামবে তাপমাত্রা। সিকিম ও অরুণাচল প্রদেশের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। হতে পারে তুষারপাত। এর প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে। সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে দু-এক জায়গায় ঘন কুয়াশার সর্তকতা।