Weather Today: ঘনাচ্ছে কালো মেঘ, কয়েক ঘণ্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
এ সপ্তাহ বৃষ্টি মাথায় নিয়েই দিন কাটবে রাজ্যবাসীর এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।
![Weather Today: ঘনাচ্ছে কালো মেঘ, কয়েক ঘণ্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা Weather Today: ঘনাচ্ছে কালো মেঘ, কয়েক ঘণ্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/20/340113-weather.png)
নিজস্ব প্রতিবেদন: আপাতত বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই রাজ্যে। মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বাংলা সংলগ্ন বিহারে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তাই এ সপ্তাহ বৃষ্টি মাথায় নিয়েই দিন কাটবে রাজ্যবাসীর এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। মেঘাচ্ছন আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই।
আগামী এক-দু'ঘণ্টার মধ্যে কালো মেঘে ঢাকতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ উপকূল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগণা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, Jalpaiguri: 'লক্ষ্মীর ভাণ্ডার'-র ফর্ম ফিলাপের জন্য টাকা! 'দুয়ারে সরকার' ক্যাম্প থেকে গ্রেফতার মহিলা
শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫.০ মিলিমিটার।
প্রসঙ্গত, গতকাল থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলোতে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টি হয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)