Anubrata Mondal: অনুব্রতকে নিয়ে যাবে কে? টানাপোড়েনে আটকে কেষ্টর দিল্লি যাত্রা
অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার রাস্তা আটকানোর জন্য ইতিমধ্যেই বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন তাঁর আইনজীবীরা। সমস্ত আদালতের সিদ্ধান্ত হয়েছে অনুব্রত মণ্ডলকে দিল্লি পৌঁছে দিয়ে আসতে হবে। তাহলে কেন সেই নির্দেশ পালন হচ্ছে না। এই প্রশ্নের উত্তর নেই কারোর কাছে। এখন দেখার আদালত সোমবার আবার নতুন কোনও আদেশ দেয় কিনা।
বাসুদেব চট্টোপাধ্যায়: অনুব্রত মণ্ডলকে দিল্লি পৌছানো নিয়ে বিপাকে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। দায় এড়িয়েছে পুলিস এবং ইডি দুই পক্ষই। বাধ্য হয়ে আইজি কারা দফতরের দ্বারস্থ হয় সংশোধনাগার এবং অবশেষে আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। জানা গিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের কাছে যাবে তারা।
হাইকোর্টের রায় সহ ইডি-র ইমেল পাওয়ার পরে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটে জানায় জেল কর্তৃপক্ষ কিন্তু নিরাপত্তার প্রশ্নে কার্যত হাত তুলে নেয় কমিশনারেট। আসানসোল দুর্গাপুর পুলিস জেলকে জানিয়েছে কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা করানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তাই তারা সেই দিকে হাঁটবে না। এই কথা তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষকে।
অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে তারা আদালতের নির্দেশের বাইরে যাবে না। এখন জেল কর্তৃপক্ষ কি করবে সেই নিয়ে দিক নির্দেশ নেওয়ার জন্য আজ সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আবেদন করবে জেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Bengal Weather Update: বসন্তেই চড়ছে তিলোত্তমার পারদ, উষ্ণ দোল উৎসবের পূর্বাভাস বঙ্গে
আবেদন জানানোর প্রস্তুতি ইতিমধ্যেই নিয়েছে জেল কর্তৃপক্ষ। আদালতে তাঁরা জানতে চাইবে কী নির্দেশ দেওয়া হচ্ছে। জেলের তরফে ইডি-কে বার বার জানানো হয়েছে যে আসানসোল-দুরগাপুর পুলিস না নিয়ে যেতে চাইলে যেন তাঁরা নিয়ে যান অনুব্রতকে। কিন্তু আদালতের নির্দেশ না থাকায় এই কাজ অস্বীকার করেছে ইডি। আদালতের নির্দেশ জেল কর্তৃপক্ষ কলকাতাতে চিকিৎসা করিয়ে তুলে দেবে তাঁদের হাতে। এরই মাঝে বিপাকে জেল কর্তৃপক্ষ কারণ তাঁরা কথাউ কাউকে পৌছায় না। তাঁরা পুলিসকে এই কাজের রিকুইজিশন দেয় এবং পুলিস তাঁকে পৌঁছে দেয়।
আরও পড়ুন: Usthi Firing: উস্তির গুলিকাণ্ডে গ্রেফতার ১, এসএসকেএম হাসপাতালে আহত ব্যবসায়ী
অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার রাস্তা আটকানোর জন্য ইতিমধ্যেই বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন তাঁর আইনজীবীরা। সমস্ত আদালতের সিদ্ধান্ত হয়েছে অনুব্রত মণ্ডলকে দিল্লি পৌঁছে দিয়ে আসতে হবে। তাহলে কেন সেই নির্দেশ পালন হচ্ছে না। এই প্রশ্নের উত্তর নেই কারোর কাছে। এখন দেখার আদালত সোমবার আবার নতুন কোনও আদেশ দেয় কিনা।
কিছুদিন আগে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ প্রেসিডেন্সি জেলের জেলারকে দশ হাজার টাকা জরিমানা করেছিলেন এই ধরনের এক ঘটনাতেই। সেই দিকেই কি এগোচ্ছে আসানসোল জেলের এই সিদ্ধান্ত। আদালতের রায় না আসা পর্যন্ত তা জানা যাবে না।