Panchayat Election 2023: সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে রাস্তা ও পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হবে?
Purulia: পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের চাঁদড়া-পায়রাচালি পঞ্চায়েতের লোটো গ্রামের বিক্রমডি টোলা। জল নেই, রাস্তা নেই। সমাধান কি হবে?
মনোরঞ্জন মিশ্র: ঢাকে কাঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের। জেলায় জেলায় এক ছবি। তবে এই মরসুমেই বরাবর সবচেয়ে বেশি করে বেরিয়ে আসে সমস্যার ছবি। যেমন, পুরুলিয়াতেও বেরিয়ে এল। সেখানে রাস্তা ও পানীয় জলের সমস্যা স্থায়ী চেহারা নিয়েছে। গ্রামবাসীদের এবার প্রশ্ন, এই পঞ্চায়েত নির্বাচনের আগে কি এই সব সংকটের সমাধান হবে? না হলে, সূত্র বলছে, তারা ভোট বয়কটের কথাও ভাবছে। ঘটনা পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের চাঁদড়া-পায়রাচালি পঞ্চায়েতের লোটো গ্রামের বিক্রমডি টোলার।
আরও পড়ুন: Panchayat Election 2023: সন্দেশখালিতে বিজেপি-র পার্টি অফিসে আগুন, অভিযোগের তির শাসকদলের দিকে
লোটো গ্রামের বিক্রমডি টোলায় প্রায় ৫০টি পরিবারের বাস। গ্রামে রয়েছে পানীয় জলের সংকট, নেই রাস্তাও। গ্রামবাসীদের দাবি, ভোট আসে, ভোট যায়, মেলে নানা প্রতিশ্রুতি কিন্তু ভোট পেরোলেই আশ্বাস মিলিয়ে যায়! তাই তাঁদের এবার দাবি, সমস্যার সমাধান না করলে ভোট নয়। গ্রামে ঢোকার মূল রাস্তায় পোস্টার ঝুলিয়ে ভোট বয়কটের ডাকও দিচ্ছে গ্রামবাসীদের একাংশ।
বিক্রমডি টোলার বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই বিক্রমডি টোলায় পানীয় জলের সংকট দেখা দেয়। এবছরও এক ছবি। প্রখর গ্রীষ্মে দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট। ২টি নলকূপ থাকলেও একটি থেকে পানের উপযোগী জল পড়ে না। অন্যটি থেকে জল মিললেও তা পর্যাপ্ত নয়। তাই দূর দূরান্ত থেকে পানীয় জল বয়ে নিয়ে আসতে হয় গ্রামবাসীদের।
এই গ্রামে ঢোকার রাস্তাও নেই। কাঁচা আলপথ দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। উপযুক্ত রাস্তা না থাকায় চারচাকার যানবাহন ঢুকতে পারে না গ্রামে। অ্যাম্বুল্যান্সও পৌঁছয় না। সমস্যায় পড়েন গ্রামবাসীরা।
আরও পড়ুন: Jhargram: মাটি খুঁড়ে বহু দূরের নদীতীর থেকে জল নিয়ে আসতে হচ্ছে! কবে হবে সুরাহা?
রাস্তা এবং পানীয় জলের স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রসাশনের কাছে বার বার জানিয়েও কোনও লাভ না হয়নি বলে অভিযোগ তাঁদের।