Bengal Weather Update: ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে? উফ! ফের কি যন্ত্রণার তাপপ্রবাহ বইবে?

Bengal Weather Forecast: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। উইকেন্ডের আগে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা অস্বস্তি চরম উঠবে। আট জেলায় গরম ও অস্বস্তি চরমে।

Updated By: Jun 5, 2024, 08:25 AM IST
Bengal Weather Update: ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে? উফ! ফের কি যন্ত্রণার তাপপ্রবাহ বইবে?

অয়ন ঘোষাল: এসে গেল বুধবারের সকালের আবহাওয়া। একনজরে আজকের আবহাওয়া হল এরকম-- উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। উইকেন্ডের আগে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা অস্বস্তি চরম উঠবে। আট জেলায় গরম ও অস্বস্তি চরমে।

আরও পড়ুন: Bardhaman Purba Lok Sabha Constituency: পিছিয়ে থাকা বিজেপি প্রার্থী অসীমের কাছে গান শোনার আবদার তৃণমূলকর্মীদের...

হতাশ করছে বর্ষা

৩১ মে থেকে একই জায়গায় দাঁড়িয়ে মৌসুমি অক্ষরেখা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে। এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী তিন-চার দিনে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওডিশা ও ছত্তীসগঢ়ে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। 

সিস্টেম

ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ, গুজরাট, আসাম এবং তামিলনাড়ুতে। পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ু উপকূলে এই সিস্টেমটি তৈরি হয়েছে। 

দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। ঝড়বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে  বিকেল বা সন্ধ্যের দিকে। আগামীকাল থেকে গরম বাড়বে আর বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে।

আজ বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রপাতের আশঙ্কা থাকবে।

বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম,
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপমাত্রা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা। আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে সেখানে।
 
কলকাতা

আংশিক মেঘলা আকাশ শহরে। গুমোট গরমে নাজেহাল তিলোত্তমা। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। বেলা যত বাড়বে, অস্বস্তি ততই বাড়বে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

পরিসংখ্যান

মঙ্গলবার রাতের তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি । দিনের তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরও পড়ুন: Bengal Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী? কত বেগে বইবে হাওয়া? কতটা বৃষ্টি হবে?

দেশের অন্যান্য রাজ্য

ভারী বৃষ্টির সতর্কতা কেরল মাহে লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও। বিহার, ঝাড়খণ্ড, ওডিশায় গরমের দাপট থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় গরম ও অস্বস্তি চরমে উঠবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে রাতও গরম হওয়ার সম্ভাবনা। মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু অংশ গরমের দাপট থাকবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.