Baruipur: পণ না পেয়ে গৃহবধূকে 'খুন', শ্বশুরবাড়ি থেকে উদ্ধার নিথর দেহ

স্বামী ও তাঁর পরিবারের লোকেরা পলাতক।

Updated By: Sep 10, 2021, 04:24 PM IST
 Baruipur: পণ না পেয়ে গৃহবধূকে 'খুন', শ্বশুরবাড়ি থেকে উদ্ধার নিথর দেহ

নিজস্ব প্রতিবেদন: পণ বাবদ হাজার দশেক টাকা বাকি ছিল। সেকারণেই কি খুন গৃহবধূকে? শ্বশুরবাড়িতে দেহ ফেলে রেখে পালালেন স্বামী-সহ পরিবারের লোকেরা! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। 

জানা গিয়েছে, বারুইপুরের চম্পাহাটির বাসিন্দা সরিফুল সর্দার। পেশায় তিনি ফুল ব্যবসায়ী। বছর চারেক আগে সরফা খাতুনকে বিয়ে করেন তিনি। ওই তরুণীর বাপের বাড়ি মগরাহাটে। বিয়ের সময়ে বরপক্ষকে যৌতুক হিসেবে মোটরবাইক, সোনার গয়না, এমনকী নগদ টাকা দেওয়া হয়। ওই দম্পতির ছেলে এখন তিন বছরের। অভিযোগ, বিয়ের তিন-চার মাস পর থেকে ফের টাকা দাবি করতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকেরা। টাকা না পেলেই রীতিমতো মারধর করা হত সরিফাকে। বিষয়টি বাপের বাড়িতে জানিয়েওছিলেন তিনি। এরইমধ্যে গত মাসে আবার নতুন করে ২৫ হাজার টাকার দাবি করেন ওই গৃহবধূর স্বামী। কোনওমতে জামাইকে ১৫ হাজার দিয়েছিলেন সরিফার বাড়ির লোকেরা। কিন্তু বাকি ১০ হাজার জোগাড় করা তাঁদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠেছিল।

আরও পড়ুন: Visva Bharati: বিশ্বভারতীর বিজ্ঞপ্তি প্রকাশ, ১ মাস সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি অধ্যাপকের

বাপের বাড়ি লোকেদের দাবি, টাকা দিতে না পারায় শ্বশুরবাড়িতে সরিফা উপর শারীরিক ও মানসিক অত্য়াচার বাড়ছিল ক্রমশই। একবার ভিডিও কল করেছিলেন। কিন্তু এতটাই অসুস্থ ছিলেন যে, কথা বলতে পারেননি। শেষপর্যন্ত প্রতিবেশীদের কাছে খবর পেয়ে এদিন চম্পাহাটিতে মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছন তাঁরা। সেখানে গিয়ে ওই গৃহবধূর নিথর দেহ পড়তে থাকতে দেখেন। খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে পণের দাবিতে খুনের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.