Shantipur: সদ্যোজাতকে ঘরে তালা দিয়ে পালাল মা, ১০ ঘণ্টা পর উদ্ধার দুধের শিশু
শিশুটির মা মোবাইল সুইচড অফ করে দেওয়ার পর যোগাযোগ করা হয় নদিয়া জেলা চাইল্ড লাইনের সঙ্গে
![Shantipur: সদ্যোজাতকে ঘরে তালা দিয়ে পালাল মা, ১০ ঘণ্টা পর উদ্ধার দুধের শিশু Shantipur: সদ্যোজাতকে ঘরে তালা দিয়ে পালাল মা, ১০ ঘণ্টা পর উদ্ধার দুধের শিশু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/03/381132-6.jpg)
বিশ্বজিত্ মিত্র: দুধের শিশুকে ঘরে তালা দিয়ে পালাল মা। শিশুর চিত্কার শুনে প্রতিবেশীরা দরজা ভেঙে উদ্ধার করল শিশুটিকে। শান্তিপুর থানার সহযোগিতায় শিশুটিকে তুলে দেওয়া হল চাইল্ড লাইনের হাতে।
ঘরে চলছিল হাইস্পিড ফ্যান। ফলে সেই ফ্যানের আওয়াজে শিশুটির কান্না শুনতে পাননি প্রতিবেশীরা। কমপক্ষে ১০ ঘণ্টা বন্ধ ঘরেই ছিল শিশুটি। এমন আমানবিক ঘটনা ঘটছে শান্তিপুর যৌন পল্লীতে।
স্থানীয়দের দাবি, এর আগে নিজের ২ নাবালক ছেলেকে মুম্বইয়ে কাজে পাঠিয়ে দিয়েছে ওই মহিলা। এবার সদ্যজাতটি কন্যা সন্তান হওয়ায় তাকে ফেলে পালিয়ে গিয়েছে। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে যোগাযোগ করা হয় শিশুটির মায়ের সঙ্গে। কিন্তু আসছি বলেও তিনি মোবাইল সুইচড অফ করে দেন।
শিশুটির মা মোবাইল সুইচড অফ করে দেওয়ার পর যোগাযোগ করা হয় নদিয়া জেলা চাইল্ড লাইনের সঙ্গে। রাত দুটো নাগাদ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় চাইল্ড লাইনের লোকজন।
আরও পড়ুন-বুমরার অবিশ্বাস্য ক্যাচে হতবাক বাইশ গজ! বার্মিংহ্যামে ফের ব্যাট করছে বৃষ্টি
আরও পড়ুন-EXCLUSIVE: পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা, কর্মসমিতির বৈঠকে প্রত্যয়ী শাহ
আরও পড়ুন-Jagaddal Murder: জগদ্দলে শ্যুটআউট, মদের আসরে ১৯ বছরের যুবককে গুলি করে খুন