আমবাগানে যুবতীর গলাকাটা দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন?

পরিবার সূত্রে জানা যায়, রবিবার পাশের গ্রাম নতুন জ্বালাদিপুরে মামার বাড়ি বেড়াতে যায় ওই যুবতি। রাত দশটা নাগাদ ঘটি নিয়ে আমবাগানে শৌচকর্ম করতে গিয়েছিলেন।

Updated By: Jun 24, 2019, 01:48 PM IST
আমবাগানে যুবতীর গলাকাটা দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন?

নিজস্ব প্রতিবেদন:  আমবাগানে এক যুবতীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছেসামসেরগঞ্জের নতুন জ্বালাদিপুর আমবাগানে।  মৃতার বাড়ি সামসেরগঞ্জ থানার ইসবপুরে।

 

পরিবার সূত্রে জানা যায়, রবিবার পাশের গ্রাম নতুন জ্বালাদিপুরে  মামার বাড়ি বেড়াতে যায় ওই যুবতি। রাত দশটা নাগাদ  ঘটি নিয়ে আমবাগানে শৌচকর্ম করতে গিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। সকালে আমবাগানের ভিতরে দেহ পরে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়।  পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবতী কানেই বাড়ি থেকে বেরিয়েছিলেন।  দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পর পরিবারের তরফে তাঁর খোঁজ শুরু হয়। খবর পেয়ে যায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পরে আমবাগানের মধ্যে তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়। মোবাইল ফোনটিও পাশ থেকে উদ্ধার হয়েছে। মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই যুবতীকে।

.