Bagdogra Airport: উহান ফেরত বিমানযাত্রীর 'অস্বাভাবিক' মৃত্যু বাগডোগরা বিমানবন্দরে, জোর চাঞ্চল্য

বিমানের মধ্যে না বিমান থেকে নামার পর ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিমান সংস্থার কর্মীরা স্মৃতাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পৌঁছে দিয়েই চলে যান।

Updated By: Mar 23, 2022, 05:49 PM IST
Bagdogra Airport: উহান ফেরত বিমানযাত্রীর 'অস্বাভাবিক' মৃত্যু বাগডোগরা বিমানবন্দরে, জোর চাঞ্চল্য
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : উহান ফেরত এক বিমানযাত্রীর (Wuhan Passenger) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল বাগডোগরা বিমানবন্দরে। চিনের উহান ফেরত ওই বিমানযাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport)। মৃতার নাম স্মৃতা প্রধান রাই। বয়স ৪৫ বছর।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, চিনের উহান ফেরত (Wuhan Passenger) দিল্লি-বাগডোগরা বিমানের যাত্রী স্মৃতা প্রধান রাইয়ের বাড়ি দার্জিলিং জেলার মিরিক ব্লকের পাহাড়ি গ্রাম শিয়োকে। এদিন বেলা ১টা নাগাদ ওই মহিলাকে বিমান সংস্থার কর্মীরা বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাঁর মুখ দিয়ে ফেনার মত বেরচ্ছিল বলেও জানা গিয়েছে। বিমানের মধ্যে না বিমান থেকে নামার পর ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
 স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতার স্বামী বিশাল রাই বলেন, "স্মৃতা চিনের উহানে কাজ করত। বুধবার সকালে দিল্লিতে এসে আমাকে ফোনে জানায়, বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ বাগডোগরায় নামবে। সেইমত আমি বিমানবন্দরে (Bagdogra Airport) এসে খোঁজ করছিলাম। বেলা ১টা নাগাদ বিমানবন্দরের তরফে আমাকে জানানো হয়, স্মৃতাকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। হাসপাতালে এসে জানতে পারি, স্ত্রী মারা গিয়েছে। কীভাবে এমন হল, বুঝতে পারছি না।" 

বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে, বিমান সংস্থার কর্মীরা স্মৃতাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পৌঁছে দিয়েই চলে যান বলে জানা যাচ্ছে। তাঁরা এবিষয়ে কিছু-ই বলতে চাননি। ফলে স্মৃতা প্রধান রাই নামে ওই মহিলার বিমানের মধ্যে না বিমান থেকে নামার পর মৃত্যু হয়, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন, Behala: স্ত্রীর মৃত্যুসংবাদ শুনেই হার্ট অ্যাটাকে মৃত্যু স্বামীর, বেহালা দম্পতির মর্মান্তিক পরিণতি

Rampurhat Arson: বগটুইয়ে হত্যালীলা! খুন মহিলা-শিশু, রাজ্যের কাছে ২৪ ঘণ্টায় রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.