প্রতিবাদের শাস্তি! গায়ে পেট্রোল ঢেলে আগুন নদিয়ায়
তাঁর বাড়ির সামনেই বসেছিল মদের আসর। এর প্রতিবাদ করায় প্রতিবাদীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। অগ্নিদগ্ধ যুবক কল্যাণীর জেএমএম হাসপাতালে চিকিত্সাধীন। অভিযুক্ত পলাতক।
নিজস্ব প্রতিবেদন : তাঁর বাড়ির সামনেই বসেছিল মদের আসর। এর প্রতিবাদ করায় প্রতিবাদীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। অগ্নিদগ্ধ যুবক কল্যাণীর জেএমএম হাসপাতালে চিকিত্সাধীন। অভিযুক্ত পলাতক।
নদিয়ার চাকদহ থানার গৌরপাড়া ২ নম্বর রাধাকৃষ্ণ কলোনির বাসিন্দা পেশায় গ্যারাজ কর্মী শান্তনু দাস। বুধবার রাত ৮টা নাগাদ তাঁর বাড়ির সামনেই মদের আসর বসায় স্থানীয় কয়েকজন যুবক। প্রতিবাদ করেন শান্তনু। এরপরই দু'পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়।
আরও পড়ুন, স্ত্রীকে কুপিয়ে ‘খুন’, হাঁসুয়ার কোপ ছেলেকেও
অভিযোগ, বচসা চলাকালীনই সৌমেন দেবনাথ নামে এক দুষ্কৃতী বাড়ি থেকে পেট্রোল নিয়ে এসে শান্তনুর গায়ে ঢেলে দেয়। পাশেই একজন রান্না করছিল। সেখান থেকে আগুন নিয়ে শান্তনুর গায়ে আগুন ধরিয়ে দেয় সে। এই ঘটনায় চাকদহ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। অভিযুক্ত সৌমেন দেবনাথ পলাতক। গায়ে পেট্রোল ঢালার কথা স্বীকার করেছেন অভিযুক্তের কাকা বিমল দেবনাথ।