৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হতে চলেছে মিডরেঞ্জ স্মার্টফোন Honor X10 Max!

লঞ্চের আগেই ফাঁস হয়ে গিয়েছে এই স্মার্টফোনের বিস্তারিত স্পেশিফিকেশন। আসুন জেনে নেওয়া যাক Honor X10 Max স্মার্টফোনের সম্ভাব্য স্পেশিফিকেশন আর দাম...

Edited By: সুদীপ দে | Updated By: Jul 1, 2020, 04:53 PM IST
৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হতে চলেছে মিডরেঞ্জ স্মার্টফোন Honor X10 Max!
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: স্মার্টফোনের প্রতিযোগীতার বাজারে বেশ জনপ্রিয় স্মার্টফোনের ব্র্যান্ড Honor। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের কাজে। স্টাইলিশ লুক, উন্নতমানের ফিচার আর আকর্ষণীয় দাম এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম তিন কারণ। জানা গিয়েছে, ২ জুলাই, বৃহস্পতিবার ভারতে লঞ্চ হতে পারে Honor X10 Max স্মার্টফোন।

তবে লঞ্চের আগেই ফাঁস হয়ে গিয়েছে এই স্মার্টফোনের বিস্তারিত স্পেশিফিকেশন। আসুন জেনে নেওয়া যাক Honor X10 Max স্মার্টফোনের সম্ভাব্য স্পেশিফিকেশন আর দাম...

Honor X10 Max-এর সম্ভাব্য স্পেশিফিকেশন আর দাম:

১) এই ফোনে থাকতে পারে ৭.০৯ ইঞ্চির ডিসপ্লে। এই স্মার্টফোনে থাকতে পারে Android 10 অপারেটিং সিস্টেম।

২) ৬ জিবি RAM + ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজে, ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজে আর ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজে পাওয়া যেতে পারে এই ফোন।

আরও পড়ুন: মোবাইলে কী সত্যিই WhatsApp, Facebook-এর মাধ্যমে করোনা ট্র্যাকার চালু হয়ে যাচ্ছে?

৩) এই ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

৪) স্মার্টফোনে থাকতে পারে ৫,০০০ mAh-এর নন রিমুভেবল ফাস্ট চার্জিং ব্যাটারি।

৫) মনে করা হচ্ছে ভারতে Honor X10 Max-এর দাম শুরু হতে পারে ২৫,০০০ টাকা থেকে।

.