Live Streeming-এ দেখুন iPhone XS ও iPhone XS Max-এর লঞ্চ অনুষ্ঠান
বুধবার ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। মার্কিন পশ্চিম উপকূলের সময় অনুসারে যা সকাল ১০টা। শুধু নিজেদের ওয়েবসাইটে নয়। এই প্রথমবার টুইটারেও গোটা অনুষ্ঠান লাইভ স্ট্রিম করবে Apple.
নিজস্ব প্রতিবেদন: বুধবার লঞ্চ হচ্ছে Apple-এর নতুন iPhone. ক্যালিফোর্নিয়ার স্টিভ জোবস থিয়েটারে এক সঙ্গে লঞ্চ হবে ৩টি ফোন। এছাড়া লঞ্চ হতে পারে নতুন iPad, MacBook Air. তাই গোটা বিশ্বের প্রযুক্তিবিদদের নজর এখন স্টিভ জোবস থিয়েটারের দিকে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন আমন্ত্রিতরা। আমন্ত্রণ না পেলেও নতুন iPhone লঞ্চের সাক্ষী থাকতে পারেন আপনিও। বরাবরের মতো অনলাইলে লাইভ স্ট্রিমিংয়ে ইভেন্ট দেখার ব্যবস্থা করেছে Apple. ফলে রাস্তায় থাকুন বা বাড়িতে, মিস করবেন না Apple ইভেন্ট।
বুধবার ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। মার্কিন পশ্চিম উপকূলের সময় অনুসারে যা সকাল ১০টা। শুধু নিজেদের ওয়েবসাইটে নয়। এই প্রথমবার টুইটারেও গোটা অনুষ্ঠান লাইভ স্ট্রিম করবে Apple.
আজ রাতেই লঞ্চ হচ্ছে নতুন iPhone, দেখে নিন কী থাকতে পারে Apple-এর নতুন ফোনে
এদিনের অনুষ্ঠানে লঞ্চ হতে পারে iPhone XS, iPhone XS Max ও iPhone Xr. তিনটি ফোনেই থাকবে টপ নচ। iPhone XS ও iPhone XS Max-এ থাকবে ডুয়াল ক্যামেরা। একটি ডুয়াল সিম ফোনও লঞ্চ করার কথা Apple-এর।
Apple iPhone লঞ্চ লাইভ দেখতে ক্লিক করুন এখানে।