Unbelievable Discount: ১৭ হাজারের Smartphone মাত্র ৪৯৯ টাকায়! আজকেই অফারের শেষ সুযোগ
Redmi Note 10S-এর আসল দাম ১৬ হাজার ৯৯৮ টাকা।
নিজস্ব প্রতিবেদন: মাত্র ৫০০ টাকায় এবার Redmi-র এই স্মার্টফোন! অবাক কাণ্ড হলেও এটাই সত্যি। তবে তা কীভাবে কিনতে হবে সেই বিষয়ে রইল কিছু তথ্য।
বর্তমানে Amazon-এ মোবাইল সেভিং ডে সেল(Mobile Saving Days Sale) চলছে। তবে তা আজই শেষ হতে চলেছে। সেলের মাঝে মোবাইল ফোনে দেওয়া হচ্ছে বড় ছাড়। Redmi, Oppo, Nokia-র মত সংস্থার ফোনে দেওয়া হচ্ছে বড় ছাড়। ফলে, আজই সেই দিন, আপনি যদি নতুন ফোন কেনার বিষয়ে চিন্তা করে থাকেন। কারণ, ১৭ হাজার টাকার Redmi Note 10S আজ পাওয়া যাচ্ছে মাত্র ৪৯৯ টাকায়।
কীভাবে কিনবেন ১৭ হাজারের ফোন ৪৯৯ টাকায়?
Redmi Note 10S-এর আসল দাম ১৬ হাজার ৯৯৮ টাকা। তবে, Amazon-এ সেলে তা পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ, প্রথমেই ১৯৯৯ টাকার ছাড়। এর ওপর রয়েছে আরও কয়েকটি ব্যাঙ্কের অফার।
ব্যাঙ্কের কী কী অফার থাকছে?
Redmi Note 10S কিনতে ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড ব্যহহার করলে এর উপর আরও ১২৫০ টাকার ছাড় মিলবে। অর্থাৎ, সেক্ষেত্রে ফোনের দাম দাঁড়াবে ১৩ হাজার ৭৪৯ টাকা।
Redmi Note 10S এক্সচেঞ্জ অফার
Redmi Note 10S-এ ১৩ হাজার ২৫০ টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আপনি যদি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করতে চান তো সে ক্ষেত্রে ১৩ হাজার ২৫০ টাকা পর্যন্ত অফার পেতে পারেন। আর এভাবেই ১৭ হাজার টাকার ফোন আপনি পেয়ে যাবেন মাত্র ৪৯৯ টাকায়।