দিল্লিতে এবার অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে সাধারণ ট্যাক্সি ও অটো

ট্যাক্সি এবং অটো চালকদের জন্য শুক্রবার একটি অ্যাপ তৈরি করল দিল্লি সরকার। যার নাম 'পোচো'। সম্প্রতি দিল্লিতে দূষণের মাত্রা কমানোর জন্য জোড়-বিজোর গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে আপ সরকার। যা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। এবার ট্যাক্সি এবং অটো চালকদের ভাড়া বেড়ে যাওয়া ইস্যুতে এই নয়া পরিষেবা চালু করল দিল্লি।

Updated By: Dec 12, 2015, 12:02 PM IST
দিল্লিতে এবার অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে সাধারণ ট্যাক্সি ও অটো

ওয়েব ডেস্ক: ট্যাক্সি এবং অটো চালকদের জন্য শুক্রবার একটি অ্যাপ তৈরি করল দিল্লি সরকার। যার নাম 'পোচো'। সম্প্রতি দিল্লিতে দূষণের মাত্রা কমানোর জন্য জোড়-বিজোর গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে আপ সরকার। যা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। এবার ট্যাক্সি এবং অটো চালকদের ভাড়া বেড়ে যাওয়া ইস্যুতে এই নয়া পরিষেবা চালু করল দিল্লি।

পরিবহণ মন্ত্রী গোপাল রাই জানান, যে সমস্ত ট্যাক্সি এবং অটো চালকদের জিপিএস লাগানো থাকবে তারাই এই নোয়া পরিষেবায় অন্তর্ভুক্ত হতে পারবে। নিত্যযাত্রীরা নিজের স্মার্টফোনের মাধ্যমে বুক করতে পারবেন অটো বা ট্যাক্সি। চালকদের রেজিষ্টার করতে হবে।

১০ দিনের একটি ক্যাম্পেন চালানো হবে। যেখান থেকে সমস্ত চালকদের কাছে তিনটি করে ম্যাসেজ পাঠানো হবে। এছাড়া ২২ ডিসেম্বরের মধ্যেই তাদের রেজিষ্টার করতে বলা হয়েছে। দু ধরনের অ্যাপ বানানো হয়েছে। একটি চালকদের জন্য এবং একটি যাত্রীদের জন্য। চালকদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই কেবলমাত্র এই পরিষেবা পাওয়া যাবে। কিন্তু যাত্রীদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনে পাওয়া যাবে পরিষেবাটি।

চালকদের রেজিষ্টার করার জন্য এপিপি (স্পেস) গাড়ির নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৯৯৫৮৬৬৯৪৩১১ নম্বরে। এরপর চালকের ফোনে একটি ম্যাসেজ পাঠানো হবে।

যাত্রীরা ওই অ্যাপে থাকা ট্যাক্সি অথবা অটো চালকের ফোনে সরাসরি ফোন করতে পারবেন। এছাড়া যাত্রী নিজের যাত্রার বিবরণ দিয়ে অ্যাপটিতে রেজিষ্টার করতে পারবেন। রেজিষ্টার করার পরেই কাছাকাছি থাকা অটো বা ট্যাক্সি চলে আসবে যাত্রীর কাছে।

.