কম খরচে নাগালে নেট, মাত্র ৩০ টাকার মধ্যে ৮ ডেটা প্ল্যান

Updated By: Sep 8, 2017, 02:30 PM IST
কম খরচে নাগালে নেট, মাত্র ৩০ টাকার মধ্যে ৮ ডেটা প্ল্যান

ওয়েব ডেস্ক:  রিলায়েন্স জিও বাজারে আসার পর অন্যান্য টেলিকম কোম্পানিগুলির দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ডেটা ও ফ্রি কলের সু‌যোগ দেওয়ার দৌড়ে এখন অনেককেই পেছনে ফেলে দিয়েছে জিও। মাসভর ডেটা মিলছে ১০০ টাকার একটু বেশি খরচ করেই। ফলে জিও-র ঠেলায় অন্যান্য অনেকেই এখন খুব কম টাকায় ডেটা দেওয়া শুরু করেছে। জেনে নিন মাত্র ৩০ টাকার মধ্যে ৮ ডেটা প্ল্যান।

এয়ারটেল

মাত্র ৫ টাকায় ৪ জিবি ডেটা দিচ্ছে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি এয়ারটেল। চলবে ৭ দিন।

ভোডাফোন

১৯ টাকার একটি প্ল্যান এনেছে ভোডাফোন। পাওয়া ‌যাবে ১০০ এমবি ৪জি ডেটা। সঙ্গে মিলবে ভোডাফোন থেকে ভোডাফোন আনলিমিটেড ফ্রি কল। ভ্যালিডিটি ১ দিন।

রিলায়েন্স জিও

১৯ টাকায় পাওয়া ‌যাবে ২০০ এমবি ডেটা। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। ভ্যালিডিটি ১ দিন।

২৩ টাকার একটি প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা, ভয়েস কল ও এসএমএস। ভ্যলিডিটি ২ দিন।

আইডিয়া

মাত্র ১৫ টাকায় পাওয়া ‌যাবে ১০০ এমবি ডেটা। লোকাল ও এসিটডি কল ১.৫ পয়সা প্রতি সেকেন্ড। ভ্যালিডিটি ৩০ দিন।

আইডিয়ার ২২ টাকার প্ল্যানে পাওয়া ‌যাবে ৫০ এমবি ডেটা, লোকাল ও এসটিডি কল ১.৫ পয়সা প্রতি সেকেন্ড। ভ্যালিডিটি ৬০ দিন।

এয়ারসেল

১৪ টাকার প্ল্যানে পাওয়া ‌যাবে ১০০ এমবি ডেটা। ভ্যালিডিটি ২ দিন। কোনও ভয়েস কলের সুবিধা নেই।

এয়ারসেলের ২৮ টাকার প্ল্যানে পাওয়া ‌যাবে ২৫০ এমবি ডেটা। ভ্যালিডিটি ৫ দিন।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীকে অশালীন আক্রমণ দিগ্বিজয়ের

.