Elon Musk | Twitter: বদলে যাচ্ছে ট্যুইটারের লোগো! এলন মাস্কের ট্যুইটে ঝড় নেটপাড়ায়

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিক টুইট করেছেন, ‘এবং শীঘ্রই আমরা ট্যুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব। যদি আজ রাতে যথেষ্ট ভালো X লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বব্যাপী লাইভ করব’।

Updated By: Jul 23, 2023, 02:53 PM IST
Elon Musk | Twitter: বদলে যাচ্ছে ট্যুইটারের লোগো! এলন মাস্কের ট্যুইটে ঝড় নেটপাড়ায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টুইটারের মালিক এলন মাস্ক রবিবার একটি নতুন ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি শীঘ্রই তাদের পুরনো পাখির লোগোটি সরিয়ে দেবে। বহু বছর ধরে এই লোগোটি ব্র্যান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিক টুইট করেছেন, ‘এবং শীঘ্রই আমরা ট্যুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব। যদি আজ রাতে যথেষ্ট ভালো X লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বব্যাপী লাইভ করব’।

গত বছর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দায়িত্ব নেওয়ার পর এটি সম্ভবত মাস্কের সবচেয়ে বড় পরিবর্তন। ট্যুইটার আর একটি স্বাধীন কোম্পানি নয়, কারণ এটি X কর্পোরেশন নামে একটি নবগঠিত সংস্থার সঙ্গে একীভূত হয়েছে। মাস্ক তার টুইটার অ্যাকাউন্টে 'X' পোস্ট করার পরে এটি জানা যায়।

আরও পড়ুন: Chandrayaan-3 Update: অনায়াসেই কক্ষপথ পরিবর্তন, চাঁদের আরও কাছে এগিয়ে গেল চন্দ্রযান-৩

‘এক্স’ অক্ষরটি নিয়ে এই কোটিপতির অবেসেশন নতুন নয়। এপ্রিল মাসে, লিন্ডা ইয়াকারিনোকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ করেছিলেন মাস্ক। তাকে স্বাগত জানানোর সময়, তিনি ট্যুইট করেছিলেন, ‘এই প্ল্যাটফর্মটিকে সবকিছুর অ্যাপ ‘X’-এ রূপান্তরিত করতে লিন্ডার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ’।

গত বছরের অক্টোবরে, মাস্ক টুইট করেছিলেন, ‘টুইটার কেনা X, সবকিছুর অ্যাপ তৈরির জন্য একটি পদক্ষেপ’। ট্যুইটার কেনার পর থেকে, মাস্ক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের আমূল পরিবর্তন করেছেন। এর মধ্যে রয়েছে ব্যাপক ছাঁটাই, অর্থপ্রদানের মাধ্যমে যাচাইকরণ পদ্ধতি প্রবর্তন ইত্যাদি।

আরও পড়ুন: WhatsApp Outage: বিশ্বজুড়ে বিগড়োল হোয়াটসঅ্যাপ; সব মিটে গিয়েছে, ট্যুইটারে জানাল মেটা

শনিবার, ট্যুইটার ঘোষণা করেছে যে এটি শীঘ্রই এই প্ল্যাটফর্মে একজন ব্লু টিকহীন ব্যবহারকারীর পাঠানো সরাসরি বার্তাগুলির সংখ্যার উপর একটি সীমা আরোপ করবে। একটি ট্যুইটে তিনি বলেন, ‘আমরা শীঘ্রই সরাসরি বার্তাগুলিতে স্প্যাম কমানোর জন্য আমাদের প্রচেষ্টায় থাকা কিছু পরিবর্তন বাস্তবায়ন করব। যাচাই না করা অ্যাকাউন্টগুলির দৈনিক কতগুলি DM পাঠাতে পারে তার সীমা থাকবে। আরও বার্তা পাঠাতে আজই সাবস্ক্রাইব করুন’।

কিন্তু যে ব্যবহারকারীরা পেইড ভেরিফিকেশন করেছেন, তারা সহজেই ডিএম পাঠাতে পারবেন কোনও বাধা ছাড়াই। এই পদক্ষেপটিকে আরও বেশি ব্যবহারকারী টুইটার ব্লু-তে সাইন আপ করানোর জন্য কোম্পানির কৌশল হিসাবে দেখা হচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.