আপনার আধার নম্বরটি সুরক্ষিত করে রাখুন, জেনে নিন কীভাবে
সরকারের নির্দেশে এখন বিভিন্ন পরিষেবা ও প্রতিষ্ঠানে আধার নম্বর জানাতেই হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোবাইল পরিষেবা, সব জায়গাতেই আপনাকে বলা হচ্ছে আধার নম্বর লিঙ্ক করার জন্য। বিভিন্ন জায়গায় জানানোর সময় আপনার আধার নম্বর ফাঁস হয়ে যাচ্ছে না তো? কীভাবে বুঝবেন? এবার নিজেই লক করতে পারবেন সেই তথ্য।
নিজস্ব প্রতিবেদন: সরকারের নির্দেশে এখন বিভিন্ন পরিষেবা ও প্রতিষ্ঠানে আধার নম্বর জানাতেই হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোবাইল পরিষেবা, সব জায়গাতেই আপনাকে বলা হচ্ছে আধার নম্বর লিঙ্ক করার জন্য। বিভিন্ন জায়গায় জানানোর সময় আপনার আধার নম্বর ফাঁস হয়ে যাচ্ছে না তো? কীভাবে বুঝবেন? এবার নিজেই লক করতে পারবেন সেই তথ্য।
আরও পড়ুন : অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে দারুণ ডিসকাউন্ট অফার!
আধার-এ রয়েছে বায়োমেট্রিক লক নামে একটি ফিচার। যার মাধ্যমে আপনি আপনার নিজের বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। কিন্তু কীভাবে এই সুরক্ষাকবচ ব্যবহার করবেন? জেনে নিন-
১) প্রথমে UIDAI-র ওয়েবসাইটে যান।
২) এবার https://resident.uidai.gov.in/biometric-lock লিঙ্কটিতে ক্লিক করুন।
৩) এবার আপনার আধার নম্বরটি দিন।
৪) এই পরিষেবা পাওয়ার জন্য আধার-এ মোবাইল নম্বর রেজিস্টার থাকা বাধ্যতামূলক।
৫) আপনি যেই সিকিউরিটি কোড বা ক্যাপচা দেবেন, তখনই একটি OTP আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে চলে আসবে।
৬) এবার সেই OTP দিন।
৭) এবার Enable Biometric Lock অপশনে ক্লিক করুন।
৮) তাহলেই আপনার বায়োমেট্রিক তথ্য লক হয়ে যাবে।
৯) একইভাবে আপনি আপনার বায়োমেট্রিক তথ্য আনলকও করতে পারবেন।
এই ভাবে আধার-এর বায়োমেট্রিক লক করা থাকলে চোখের মণি বা আঙুলের ছাপ ব্যবহার করে আর কেউ আপনার আধার তথ্য জানতে পারবে না। কোনও কারণে (যেমন - মোবাইল ফোনের সিম নথিভুক্তিকরণ) আধার তথ্য বায়োমেট্রিক তথ্য দিয়ে আধার নম্বরে লগ ইন করতে হলে প্রথমে একই লিংকে গিয়ে আপনাকে আনলক করতে হবে। তার পর আপনি আপনার আঙুলের ছাপ বা চোখের মণি দিয়ে আধারে লগ ইন করতে পারবেন।
আরও পড়ুন : গুজরাটে শুরু ভোডাফোনের 4G VoLTE পরিষেবা, কলকাতায় কবে? জেনে নিন