অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুন ফোটো এডিটিং অ্যাপ
লঞ্চ করা মাত্রই ভাইরাল হয়ে গেল নতুন ফোটো এডিটিং অ্যাপ Prisma। এমনও বলা হচ্ছে, এটি Pokemon Go-এর পর সেরা অ্যাপ। তবে এই অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই শুধুমাত্র ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে অ্যাপটি।
![অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুন ফোটো এডিটিং অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুন ফোটো এডিটিং অ্যাপ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/25/61623-app-25-7-16.jpg)
ওয়েব ডেস্ক: লঞ্চ করা মাত্রই ভাইরাল হয়ে গেল নতুন ফোটো এডিটিং অ্যাপ Prisma। এমনও বলা হচ্ছে, এটি Pokemon Go-এর পর সেরা অ্যাপ। তবে এই অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই শুধুমাত্র ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে অ্যাপটি।
আরও পড়ুন ক্রেডিট কার্ড ব্যবহার করার ৭ টি গোল্ডেন রুল
ছবিতে কারুকাজ করতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। বিভিন্ন ছবি নিয়ে তাকে এডিট করে নতুন ছবি করে তোলার সখ অনেকেরই থাকে। তাদের জন্য এবার দারুন খবর। এবার এসে গিয়েছে ফোটো এডিটিংয়ের জন্য সবচেয়ে সেরা অ্যাপটি। Prisma নামে ফোটো এডিটিংয়ের এই অ্যাপ প্রথমে iOS ব্যবহারকারীদের জন্য লঞ্চ হয়েছিল। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন হোয়াটস অ্যাপে আসতে চলেছে আরও ১০টি দারুন ফিচার্স
মাত্র ১ মাস হল iOS ব্যবহারকারীদের জন্য Prisma অ্যাপ লঞ্চ করেছে। এরই মধ্যে ১০.৬ মিলিয়ন মানুষ এই অ্যাপ ইনস্টল করেছেন। এবং ৪০০ মিলিয়ন ছবি ইতিমধ্যেই এই অ্যাপ থেকে এডিট করা হয়েছে।