WhatsApp-এ বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা বাতিল করল Facebook!
মেসেজিং অ্যাপে Facebook-এর এই বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। মতভেদ দেখা দিয়েছিল সংস্থার অন্দরেও।
নিজস্ব প্রতিবেদন: ২০১৪ সালে ২২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ব্রায়ান অ্যাক্টন ও জান কোমের থেকে WhatsApp কিনে নেয় Facebook। আৎ তার পরই এই মেসেজিং প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা নেন সংস্থা। ঠিক হয় WhatsApp-এর মেসেজ ও স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর বন্দোবস্ত করা হবে। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি WhatsApp-এর সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন ও জান কোম। তাই ২০১৭ সালে সংস্থা ছেড়ে বেরিয়ে যান দু’জন।
মেসেজিং অ্যাপে Facebook-এর এই বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। মতভেদ দেখা দিয়েছিল সংস্থার অন্দরেও। অবশেষে WhatsApp-এ বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত থেকে সরে এল Facebook। মেসেজিং অ্যাপের মেসেজ ও স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা বাতিল করল সংস্থা।
আরও পড়ুন: মোবাইলে পর্নোগ্রাফি দেখার অভ্যাস ডেকে আনতে পারে এই মারাত্মক বিপদগুলি!
সম্প্রতি ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ (The Wall Street Journal)-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, WhatsApp-এ বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য যে বিশেষ দল তৈরি করা হয়েছিল, সেটিকে ভেঙে দেওয়া হয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ওই দলের সমস্ত কাজ মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য মেলেনি Facebook-এর পক্ষ থেকে।