ফেসবুক পোস্টে এবার লাইক ছাড়াও দেওয়া যাচ্ছে অন্য 'রিঅ্যাকশন'
বন্ধুর কোনও পোস্ট, কমেন্ট বা ছবি পছন্দ হলেই সঙ্গে সঙ্গে 'থাম্বস আপ' পৌঁছে যায় তার কাছে। কিন্তু শুধু লাইক ছাড়াও অন্য কিছু বলতে চাইছিল ফেসবুকের ইউসাররা। তাঁরা এবার থেকে লাইকের মতো রাগ, দুঃখ, খুশি সব কিছুই দিতে পারবেন ফেসবুকে। লাইক ছাড়াও আরও পাঁচটি নতুন এক্সপ্রেসন শুরু করল ফেসবুক। পোস্টে লাইকের সঙ্গে দেওয়া যাবে 'লাভ',' হা হা', 'ওয়াও', 'স্যাড', 'অ্যাঙ্গরি'।
ওয়েব ডেস্ক: বন্ধুর কোনও পোস্ট, কমেন্ট বা ছবি পছন্দ হলেই সঙ্গে সঙ্গে 'থাম্বস আপ' পৌঁছে যায় তার কাছে। কিন্তু শুধু লাইক ছাড়াও অন্য কিছু বলতে চাইছিল ফেসবুকের ইউসাররা। তাঁরা এবার থেকে লাইকের মতো রাগ, দুঃখ, খুশি সব কিছুই দিতে পারবেন ফেসবুকে। লাইক ছাড়াও আরও পাঁচটি নতুন এক্সপ্রেসন শুরু করল ফেসবুক। পোস্টে লাইকের সঙ্গে দেওয়া যাবে 'লাভ',' হা হা', 'ওয়াও', 'স্যাড', 'অ্যাঙ্গরি'।
লাইক বাটন আসার প্রায় বছরখানেক বাদে প্রকাশ পেল ফেসবুকের নতুন ইমোটিকনস। পরিচিত নীল লাইক বাটনের ওপর ক্লিক করলে এবার মিলবে এক্সটেন্টেড মেনু। সেখানেই থাকবে নতুন পাঁচটি এক্সপ্রেশন। বুধবার থেকেই লাইক বাটনে পাওয়া যাচ্ছে ফেসবুকের নতুন এক্সটেন্ডেড মেনু।