বুলগেরিয়ার আকাশে ইউএফও! ধাওয়া করল সেনাবাহিনীর বিমান!
এ যেন পিকে সিনেমা। অথবা কোই মিল গয়া। কারম, আবারও ইউএফও দেখতে পাওয়া গেল! অন্তত কিছু মানুষের দাবি তেমনই। ঘটনাটি ঘটল বুলগেরিয়ায়। সে দেশের একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, এই ইউএফও -টি দেখা গিয়েছে নোভা জাগোরার আকাশে। এই জিনিসটিকে আকাশে উড়তে দেখার পরই বুলগেরিয়ার সেনাবাহিনীর বিমান সেটিকে খতিয়ে দেখার জন্য ধাওয়া করে। তখনই এই ছবিটা তোলা হয়েছে।
![বুলগেরিয়ার আকাশে ইউএফও! ধাওয়া করল সেনাবাহিনীর বিমান! বুলগেরিয়ার আকাশে ইউএফও! ধাওয়া করল সেনাবাহিনীর বিমান!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/01/22/48287-ufo22-1-16.jpg)
ওয়েব ডেস্ক: এ যেন পিকে সিনেমা। অথবা কোই মিল গয়া। কারম, আবারও ইউএফও দেখতে পাওয়া গেল! অন্তত কিছু মানুষের দাবি তেমনই। ঘটনাটি ঘটল বুলগেরিয়ায়। সে দেশের একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, এই ইউএফও -টি দেখা গিয়েছে নোভা জাগোরার আকাশে। এই জিনিসটিকে আকাশে উড়তে দেখার পরই বুলগেরিয়ার সেনাবাহিনীর বিমান সেটিকে খতিয়ে দেখার জন্য ধাওয়া করে। তখনই এই ছবিটা তোলা হয়েছে।
ওই জিনিসটি কী সেটা বোঝা যায়নি। কিন্তু পড়ন্ত বিকেলের দিকে ওই বস্তুটি মাটির অনেকটা কাছাকাছিও চলে এসেছিল! অনেকেই এটিকে ইউএফও বলে মানলেও বুলগেরিয়া সরকার এখনই তাড়াহুড়ো করতে রাজি নয়। তারা তদন্ত করেই সব কিছু জানাতে চায়।