Idea-র সেরা অফার! টেক্কা দিতে পারে সব নেটওয়ার্ককে
রিলায়েন্স জিও-র একের পর এক ধামাকা অফারকে টেক্কা দিতে গতবছর প্রতিটি টেলিকম অপারেটরই মাঠে নেমে পড়ে। ছাড়, ছাড়ের ওপর আরও ছাড়, ফ্রি ডেটা, ফ্রি কলিং সবই দেয় সংস্থাগুলি। সব মিলেয়ে লাভের গুড় খায় গ্রাহকরা। সেই গুড়ের প্রভাব এখনও চলছে কিছু কিছু ক্ষেত্রে।
![Idea-র সেরা অফার! টেক্কা দিতে পারে সব নেটওয়ার্ককে Idea-র সেরা অফার! টেক্কা দিতে পারে সব নেটওয়ার্ককে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/17/81084-ljtfgjfgljgljlfgjlfggf.jpg)
ওয়েব ডেস্ক : রিলায়েন্স জিও-র একের পর এক ধামাকা অফারকে টেক্কা দিতে গতবছর প্রতিটি টেলিকম অপারেটরই মাঠে নেমে পড়ে। ছাড়, ছাড়ের ওপর আরও ছাড়, ফ্রি ডেটা, ফ্রি কলিং সবই দেয় সংস্থাগুলি। সব মিলেয়ে লাভের গুড় খায় গ্রাহকরা। সেই গুড়ের প্রভাব এখনও চলছে কিছু কিছু ক্ষেত্রে।
আরও পড়ুন- ২৮ দিনে ৫৬ জিবি ডেটা দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডার
কিন্তু, এবার নতুন এক অফার নিয়ে সামনে এল সেলুলার নেটওয়ার্ক সংস্থা Idea। চলতি মাসের শেষের দিক থেকেই তারা এই নতুন অফার দিতে শুরু করবে Idea।
কী সেই অফার?
2G, 3G ও 4G ট্যারিফে ১ জিবি ডেটা মিলবে একই টাকায়। অর্থাত্, এতদিন এই তিন ধরনের ডেটার জন্য গ্রাহকদের নির্দিষ্ট অর্থ দিতে হত। কিন্তু, এবার থেকে Idea-র 2G, 3G ও 4G নেটওয়ার্কে প্রতি ১ জিবি ডেটার জন্য সম অঙ্কের টাকা দিলেই হবে আপনার।