জিওতে রিচার্জ করলেই টাকা ফেরত!
![জিওতে রিচার্জ করলেই টাকা ফেরত! জিওতে রিচার্জ করলেই টাকা ফেরত!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/14/90723-jio-14-8-17.jpg)
ওয়েব ডেস্ক: গ্রাহকদের জন্য রোজই নতুন নতুন অফার নিয়ে এসে হাজির করছে রিলায়েন্স জিও । আপনিও নিশ্চয়ই জিও –র কোনও না কোনও অফার ব্যবহার করছেন.. তবে এবার আর শুধুমাত্র নতুন অফারই নয়, একেবারে টাকা ফেরতের সুবিধা দিচ্ছে জিও । শুনে অবাক লাগল নিশ্চয়ই? তাহলে জেনে রাখুন।
সূত্রের খবর, জিও এবার ক্যাশ ব্যাক অফার দিচ্ছে। ফ্লিপকার্টের মোবাইল ওয়ালেট ফোন পে থেকে জিও –র নম্বর রিচার্জ করলে ৭৫ টাকা ক্যাশ ব্যাক অফার পাওয়া যাচ্ছে। তবে আপনাকে জিও –র প্রিপেড নম্বরে রিচার্জ করতে হবে। কিন্তু কীভাবে পাবেন?
গ্রাহকদের অন্তত ৩০০ টাকার রিচার্জ করতে হবে। তার থেকেই ৭৫ টাকার ক্যাশ ব্যাক পাওয়া যাবে। এই অফার অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। তবে এই অফার শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য।