জিও গ্রাহকেরা কীভাবে নিজেদের বিল কত হয়েছে তা দেখবেন? জেনে নিন

একের পর এক চমকদার ফ্রি অফার। শুধু অফারের নামটাই বদলেছে জিও। আর বদলেছে দিনে হাইস্পিড ডেটার সীমাটা। বাকি সবই এক রয়েছে। জিও-র আনলিমিটেড ফ্রি অফারে দারুন খুশি গ্রাহকেরা। তবে নেটওয়ার্ক সমস্যা নিয়ে কিছুটা ক্ষোভও রয়েছে গ্রাহকদের মধ্যে। এখন জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার চলছে। জানা গিয়েছে যে, এই অফার ৩১ মার্চ পর্যন্ত চলবে। কিন্তু তারপর?

Updated By: Feb 17, 2017, 12:43 PM IST
জিও গ্রাহকেরা কীভাবে নিজেদের বিল কত হয়েছে তা দেখবেন? জেনে নিন

ওয়েব ডেস্ক: একের পর এক চমকদার ফ্রি অফার। শুধু অফারের নামটাই বদলেছে জিও। আর বদলেছে দিনে হাইস্পিড ডেটার সীমাটা। বাকি সবই এক রয়েছে। জিও-র আনলিমিটেড ফ্রি অফারে দারুন খুশি গ্রাহকেরা। তবে নেটওয়ার্ক সমস্যা নিয়ে কিছুটা ক্ষোভও রয়েছে গ্রাহকদের মধ্যে। এখন জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার চলছে। জানা গিয়েছে যে, এই অফার ৩১ মার্চ পর্যন্ত চলবে। কিন্তু তারপর?

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই জিও-র বিল নিয়ে নানারকম খবর শোনা যায়। ৩১ মার্চ পর জিও গ্রাহকদের জন্য বিলের ব্যবস্থা করছে তাও শোনা গিয়েছে। কিন্তু কীভাবে নিজের বিল চেক করবেন গ্রাহকেরা? কীভাবে জানবেন কত টাকার ডেটা কিংবা কলিং করলেন? জেনে নিন-

১) প্রথমে গুগল প্লে স্টোরে যান।

২) এবার গুগল প্লে স্টোর থেকে মাই জিও অ্যাপটি ডাউনলোড করুন।

৩) আপনার স্মার্টফোন মাই জিও অ্যাপটি ইনস্টল করুন।

আরও পড়ুন তনুশ্রী দত্ত-র এখনকার ছবিটা দেখেছেন?

৪) এবার অ্যাপটি চালান।

৫) অ্যাপটি চালালেই সাইন ইন অপশন আপবে।

৬) সাইন ইন অপশনটি স্কিপ করুন।

৭) এবার মাই বিল অপশনে ক্লিক করুন।

৮) তাহলেই আপনি আপনার বিলটি দেখতে পাবেন।

আরও পড়ুন বাইশ গজের পর এবার নেট দুনিয়ায় ঝড় তুললেন মহেন্দ্র সিং ধোনি

.