৩,০০০ টাকা পর্যন্ত সস্তা হল Redmi-এর এই চারটি জনপ্রিয় ফোন!
দেখে নিন ফোনগুলির নতুন দাম...
নিজস্ব প্রতিবেদন: Mi.com শুরু করল Mi Super sale অফার। এই সেলে বিভিন্ন স্মার্টফোনের অফার নিয়ে হাজির Xiaomi। এই অফার চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। Redmi Note 7 Pro, Redmi K20-সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনের দাম সস্তা হল এই অফারে। এছাড়াও Redmi Note 8 Pro, Redmi Note 7 Pro ও Redmi K20 সিরিজে নো-কস্ট ইএমআই -এর সুবিধাও পাওয়া যাবে এই সেলে। ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজেকশন করলে মিলবে আরও ৫ শতাংশ ছাড়। Redmi Note 8 Pro এর দাম না কমলেও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে মিলবে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড়। দেখে নিন ফোনগুলির নতুন দাম...
Redmi Note 7 Pro-এর দাম:
১) ৯,৯৯৯ টাকায় Redmi Note 7 Pro-এর দাম শুরু হচ্ছে।
২) বেস ভেরিয়েন্টে থাকছে ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজ।
৩) ৬ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজে এই ফোন কিনতে ১০,৯৯৯ টাকা খরচ হবে।
৪) ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজে এই ফোনের দাম কমে হয়েছে ১৩,৯৯৯ টাকা।
৫) পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজে Redmi Note 7 Pro কিনলে মিলবে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড়।
Redmi Note 7S-এর দাম:
১) এই সেলে ২০০০ টাকা সস্তা হয়েছে Redmi Note 7S.
২) ৩ জিবি RAM + ৩২ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাচ্ছে ৮,৯৯৯ টাকায়।
৩) ৯,৯৯৯ টাকায় মিলছে ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট।
আরও পড়ুন:ফাঁস হল Samsung Galaxy M31-এর স্পেসিফিকেশন! রয়েছে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
Redmi K20-এর দাম:
১) ৬ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজে Redmi K20 কিনতে ১৯,৯৯৯ টাকা খরচ হবে।
২) ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজে এই ফোন কেনার খরচ হবে ২২,৯৯৯টাকা।
৩) পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
৪) ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে ২৭,৯৯৯ টাকা।
এছাড়াও ৪,২৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi Go।