স্যামসংকে টপকে স্মার্ট ফোন বিক্রিতে শীর্ষে মাইক্রোম্যাক্স
স্যামসংকে টপকে দেশে স্মার্ট ফোন বিক্রিতে শীর্ষ স্থানে উঠে এল মাইক্রোম্যাক্স। ক মাস ধরেই এমন কথাই শোনা যাচ্ছিল, আজ তাতে সিলমোহর পড়ল বলা চলে। মূলত সস্তা ও মধ্যবাজেটের স্মার্ট ফোনের বাজার দখল করেই বাজিমাত করল মাইক্রোম্যাক্স। দেশের মোট স্মার্ট ফোন বাজারের ২২ শতাংশ শেয়ার ম্যাইক্রম্যাক্সের, সেখানে ২০ শতাংশ শেয়ার স্যামসংয়ের।
ওয়েব ডেস্ক: স্যামসংকে টপকে দেশে স্মার্ট ফোন বিক্রিতে শীর্ষ স্থানে উঠে এল মাইক্রোম্যাক্স। ক মাস ধরেই এমন কথাই শোনা যাচ্ছিল, আজ তাতে সিলমোহর পড়ল বলা চলে। মূলত সস্তা ও মধ্যবাজেটের স্মার্ট ফোনের বাজার দখল করেই বাজিমাত করল মাইক্রোম্যাক্স। দেশের মোট স্মার্ট ফোন বাজারের ২২ শতাংশ শেয়ার ম্যাইক্রম্যাক্সের, সেখানে ২০ শতাংশ শেয়ার স্যামসংয়ের।
শীর্ষে উঠে আসার ব্যাপরটা বেশ কঠিনই ছিল মাইক্রোম্যাক্সের কাছে। কারণ দেশের স্মার্টফোন বাজারে কার্যত একচেটিয়া রমরমা চলছিল স্যামসংয়ের। দেশের ২৩ শতাংশ স্মার্টফোন বিক্রি হয় ৬ হাজার টাকার কমে। ৪১ শতাংশ বিক্রি হয় ৬ হাজার টাকা থেকে ১২ হাজারের মধ্যে। এই দুই পরিসরেই মাইক্রোম্যাক্স নিজেদের আধিপত্য বিস্তার করেছে।