জিও ফোনে ব্যবহার করা যাবে না হোয়াটস অ্যাপ

Updated By: Jul 25, 2017, 08:15 PM IST
জিও ফোনে ব্যবহার করা যাবে না হোয়াটস অ্যাপ

ওয়েব ডেস্ক: হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃখের খবর। ২১ জুলাই মহা সমারহে জিও ফোনের ঘোষণা করেন রিলায়েন্স জিও কর্ণধার মুকেশ আম্বানি। বিনামূল্যে সেই ফোন ব্যবহারের সুযোগ দিচ্ছেন তিনি। আদতে ফিচার ফোন হলেও ৪জি ডেটা এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে সেই ফোনে, এমনটাই জানা গিয়েছে। কিন্তু হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। সূত্রের খবর, জিও ফোনে ব্যবহার করা যাবে না হোয়াটস অ্যাপ । তার পরিবর্তে সেই ফোনে থাকছে জিও চ্যাট নামে একটি অ্যাপ। এর মাধ্যমেই চ্যাট করতে পারবেন জিও ফোনের গ্রাহকেরা।

.