টেলিকম দুনিয়ার নবজাগরণের যুগে নোকিয়া '৩৩১০' এর পুনর্জন্ম
ওয়েব ডেস্ক: ২০০০ সালে প্রথমবার ভারতে এসেছিল নোকিয়ার দ্বিগ্বীজয়ী বার ফোন '৩৩১০'। বেরঙিন এই মোবাইল হ্যান্ডসেটেই জীবনের রঙ খুঁজে পেয়েছিল আম জনতা। 'নোকিয়া ৩৩১০' অল্প কয়েকদিনের মধ্যেই প্রত্যেক পরিবারের একজন 'সদস্য' হয়ে উঠেছিল। জড়বস্তু হলেও এই মোবাইল ফোনেই জান খুঁজে পেয়েছিল ভারত। সবুজ বোতাম টিপে কল আর লাল বোতাম চিপে কল কাটা, খুব সহজ ফান্ডা নিয়েই বাজার দাপিয়েছিল এই মোবাইল হ্যান্ড সেট। খুঁজলে পরে মোবাইল রিচার্জ করার পুরনো দোকানগুলোতে এখনও এক আধটা 'নোকিয়া ৩৩১০' পাওয়া যাবে। তবে তা একেবারেই হাতে গোনা! প্রায় একদশকের ওপর হয়ে গেল এই মোবাইল হ্যান্ডসেট মার্কেট থেকে 'আউট', তবে গুডউইলে এটাই ছিল নোকিয়ার বেস্ট হ্যান্ডসেট। এবার সেই 'আদ্যি কালের বদ্যি পাখি', নিজেদের ঐতিহ্য, নিজেদের গুডউইল সবটা নিয়ে বাজারে আসছে নোকিয়া, আর এই পদক্ষেপে নোকিয়া বেছে নিয়েছে '৩৩১০' হ্যান্ডসেটকেই। টেলিকম দুনিয়ার নবজাগরণের যুগে নোকিয়া '৩৩১০' এর পুনর্জন্ম। (অ্যান্ড্রয়েড নিয়ে নোকিয়া ফিরল স্মার্টফোনের বাজারে)
আন্তর্জাতিক বাজারে নোকিয়া '৩৩১০' রিলঞ্চ করবে এবছর ফেব্রুয়ারির শেষের দিকেই। নতুন 'নোকিয়া ৩৩১০' এর দাম হতে পারে ৫৯ ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ হাজার ২০০ টাকা।