৪ জিবি RAM, ট্রিপল রিয়ার ক্যামেরা; পকেটসই দামে ভারতে আসছে Oppo A53

আসুন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...

Edited By: সুদীপ দে | Updated By: Aug 24, 2020, 04:59 PM IST
৪ জিবি RAM, ট্রিপল রিয়ার ক্যামেরা; পকেটসই দামে ভারতে আসছে Oppo A53

নিজস্ব প্রতিবেদন: ভারতের বাজারে নিজেদের পরবর্তী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Oppo। জানা গিয়েছে, আগামী ২৫ অগাস্ট লঞ্চ হবে নতুন স্মার্টফোন Oppo A53। সম্প্রতি এই ফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। ২৫ অগাস্ট বেলা সাড়ে ১২টা নাগাদ একটি ভার্চুয়াল ইভেন্টে ভারতে লঞ্চ হবে Oppo A53।

Oppo A53-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

শোনা যাচ্ছে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের (১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) সঙ্গে লঞ্চ করবে এই ফোন। সেলফি তোলার জন্য এই ফোনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি।

থাকতে পারে ফেস রিকগনিশন সিস্টেম। এই ফোনে থাকতে পারে এইচডি প্লাস রেজোলিউশন-সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে।

আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে এল Realme X7 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন! জেনে নিন

এই ফোনে থাকতে পারে Android 10 pie অপারেটিং সিস্টেম সঙ্গে Snapdragon 460 চিপসেট। থাকছে ৪ জিবি RAM এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। করা হচ্ছে ভারতীয় মূল্যে এই ফোনের দাম হতে পারে ১২,৭০০ টাকার মতো। এই ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

.