এবার অনলাইনে ফোন রিচার্জ করা আরও সুবিধের!
এবার থেকে ফোন রিচার্জ করা আরও সুবিধের হয়ে গেল। সৌজন্যে অ্যাক্সিস ব্যাঙ্ক।
ওয়েব ডেস্ক : এবার থেকে ফোন রিচার্জ করা আরও সুবিধের হয়ে গেল। সৌজন্যে অ্যাক্সিস ব্যাঙ্ক।
ব্যাঙ্কের গ্রাহকদের অনলাইন পরিষেবা দিতে আসতে চলেছে UPI অ্যাপ। নিজের স্মার্টফোনের মাধ্যমে মানি ট্রান্সফারের সুবিধার জন্য আসতে চলেছে এই নতুন অ্যাপ। আর সেই UPI অ্যাপের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধবে অ্যাক্সিস ব্যাঙ্ক। সঙ্গে থাকছে ফ্রিচার্জের সুবিধা। ফলে, এক ঢিলে এবার দুপাখি নয়, মিলবে অনেকগুলি সুবিধা।
ডিজিটাল পেমেন্টস কোম্পানি ফ্রিচার্জের মাধ্যমে সহজেই অ্যাপ ভিত্তিক ফোন রিচার্জ করা যায়। এবার অ্যাক্সিস ব্যাঙ্কের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস অ্যাপের মাধ্যমে সব ব্যাঙ্কের গ্রাহকরাই সেই সুবিধা পেতে পারবেন। নতুন সিস্টেমে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড বা CVV নম্বর দিতে হবে না সেখানে। শুধু অ্যাপটি ডাউনলোড করে নিয়ে একবার রেজিস্ট্রেশন করে নিলেই হল। ভোগ করতে পারবেন একসঙ্গে অনেকগুলি সুবিধা।