১০ হাজারেই কোয়াড রিয়ার ক্যামেরা-সহ একাধিক দুর্দান্ত ফিচারের দুটি স্মার্টফোন আনছে Realme!

Realme তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই দুটি স্মার্টফোনের লঞ্চের তারিখও প্রকাশ করেছে। আসুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Edited By: সুদীপ দে | Updated By: Aug 13, 2020, 06:55 PM IST
১০ হাজারেই কোয়াড রিয়ার ক্যামেরা-সহ একাধিক দুর্দান্ত ফিচারের দুটি স্মার্টফোন আনছে Realme!
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme। শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা সেটআপ-সহ একাধিক আকর্ষণীয় ফিচার পকেটসই দামে দিতে চলেছে সংস্থা। Realme তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই দুটি স্মার্টফোনের লঞ্চের তারিখও প্রকাশ করেছে। আসুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Realme C 12-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

এই ফোনে থাকতে পারে Android 10 অপারেটিং সিস্টেম সঙ্গে Helio P35 SoC চিপসেট। এই ফোনে থাকছে ৬০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। জানা গিয়েছে, ট্রিপল ক্যামেরা সেটআপ-সহ লঞ্চ করবে এই ফোন। এই ফোনে রয়েছে ৩ জিবি RAM। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

Realme C 15-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

জানা গিয়েছে, কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করবে এই ফোন। এই ফোনেও থাকছে ৬০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। এই ফোনে থাকতে পারে এইচডি প্লাস রেজোলিউশন-সহ ৬.৫-ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম সঙ্গে MediaTek Helio G35 SC চিপসেট। রয়েছে ৪ জিবি RAM। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। এই ফোনে থাকবে ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

Realme C 12, C 15-এর দাম:

মনে করা হচ্ছে এই দুটি স্মার্টফোনের দাম থাকবে ১০,০০০ টাকার মধ্যেই।

.