এ বার ভারতে সস্তায় ফিটনেস ব্যান্ড আনতে চলেছে Realme

ভারতে সংস্থার সিইও জানান, শুধু ফিটনেস ব্যান্ড নয়, শীঘ্রই ভারতের বৃহত্তম টেক ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসাবে জায়গা করে নেবে Realme...

Edited By: সুদীপ দে | Updated By: Dec 25, 2019, 01:28 PM IST
এ বার ভারতে সস্তায় ফিটনেস ব্যান্ড আনতে চলেছে Realme

নিজস্ব প্রতিবেদন: এ বার ভারতের বাজারে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করতে চলেছে Realme। সম্প্রতি ভারতে সংস্থার সিইও (CEO) মাধব শেঠ এ কথা জানিয়েছেন। অক্টোবর মাসে প্রথম ফিটনেস প্রোডাক্ট লঞ্চের কথা জানান মাধব। এ বার ফিটনেস ব্যান্ড লঞ্চের কথা স্পষ্ট করলেন তিনি।

জানা গিয়েছে, ফিটনেস ব্যান্ড তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে Realme। ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই ভারতে Realme ফিটনেস ব্যান্ড লঞ্চ হয়ে যাবে। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতে সংস্থার সিইও জানান, শুধু ফিটনেস ব্যান্ড নয়, শীঘ্রই ভারতের বৃহত্তম টেক ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসাবে জায়গা করে নেবে Realme।

আরও পড়ুন: Jio ধামাকা! এক রিচার্জেই মিলবে ৩৬৫ দিন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা, প্রতিদিন ১.৫ জিবি ডেটা

Xiaomi-কে টেক্কা দিয়ে ইতিমধ্যেই ভারতের স্মার্টফোনের বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে Realme। এ বার ফিটনেস ব্যান্ডের ক্ষেত্রেও Xiaomi-কে কড়া টক্কর দিয়ে কোমর বেঁধে নেমে পড়ল Realme। তবে এখনও পর্যন্ত Realme-র এই ফিটনেস ব্র্যান্ডের স্পেসিফিকেশন আর ফিচার সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।

.