আজ থেকেই বিক্রি শুরু হচ্ছে Realme X2 Pro-এর নতুন ভেরিয়েন্টের
আজ কখন থেকে কোথায় বিক্রি শুরু হচ্ছে এই ফোনের? জেনে নিন...
নিজস্ব প্রতিবেদন: অক্টোবরে চিনে লঞ্চ হওয়ার পর নভেম্বর মাসে ভারতে আসে Realme X2 Pro। ওই সময়ই ভারতে লঞ্চ হয়েছিল Realme X2 Pro Master Edition। মঙ্গলবার থেকে ভারতে বিক্রি শুরু হচ্ছে Realme X2 Pro Master Edition-এর।
আজ রাত ৮টা ৫৫ মিনিটে Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হচ্ছে এই ফোনের। এই ফোনে রয়েছে ১২ জিবি RAM আর ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। এর সঙ্গেই এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ।
Realme X2 Pro ফোনে রয়েছে Snapodragon 855+ চিপসেট। ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপর চলবে ColorOS 6.1 স্কিন।
এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের Samsung GW1 প্রাইমারি সেন্সর-সহ চারটি রিয়ার ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ছাড়া ১৩ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর।
আরও পড়ুন: বাজারে আসতে চলেছে Poco F2; টিজারে মিলল তার ইঙ্গিত
Realme X2 Pro ফোনে রয়েছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট-সহ ৪,০০০ mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ১২ জিবি RAM আর ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজের Realme X2 Pro-এর দাম ৩৪,৯৯৯ টাকা।