ডেয়ারি মিল্ক কিনলেই 1 GB ডেটা ফ্রি দেবে Jio
বারকোড স্ক্যান করার ৭-৮ দিনের মধ্যে মাই জিও অ্যাপে ঢুকে যাবে ডেটা। নিজে সেই ডেটা ভাউচার ব্যবহার করতে পারেন বা শেয়ার করতে পারেন অন্য কাউকে।
নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে কেটে গেল ২টো বছর। দ্বিতীয় জন্মদিনে গ্রাহকদের ১ জিবি করে ফ্রি ডেটা দিচ্ছে Jio। সেজন্য চকোলেট প্রস্তুতকারী সংস্থা ক্যাডবেরির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাডবেরির চকোলেট কিনলে ১ জিবি ফ্রি ডেটা পাবেন জিও গ্রাহকরা। তবে সেজন্য ফোনে অবশ্যই থাকতে হবে My Jio অ্যাপ।
কী করে পাবেন ফ্রি ডেটা?
ফ্রি ডেটা পেতে ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৪০ টাকা বা ১০০ টাকা দামের ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোলেট কিনতে হবে।
এর পর My Jio অ্যাপ চালু করে ক্যাডবেরি চকোলেটের মোড়কটির ছবি তুলুন।
এর পর ক্লিক করুন 'Participate Now' বটনে
এর পর মোড়কের ওপরে থাকা বারকোডটি স্ক্যান করুন।
নতুন গাড়ি কিনে সোনায় মোড়া লাড্ডু খাওয়ালেন ব্যবসায়ী
ডেয়ারি মিল্ক ক্র্যাকেল, ডেয়ারি মিল্ক রোস্ট আমন্ড, ডেয়ারি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট-এর ৪০ বা ৮০ টাকা দামের প্যাকেটেও মিলবে অফার। অফার মিলবে ডেয়ারি মিল্ক লিকেবল-এর ৩৫ টাকা দামের প্যাকেও।
বারকোড স্ক্যান করার ৭-৮ দিনের মধ্যে মাই জিও অ্যাপে ঢুকে যাবে ডেটা। নিজে সেই ডেটা ভাউচার ব্যবহার করতে পারেন বা শেয়ার করতে পারেন অন্য কাউকে।