আবার 'নতুন বিপ্লব'-এর পথে জিও!
ফের জিও ধামাকা ভারতে। একের পর এক ফ্রি অফার শেষে চলতি বছর ৩১ মার্চের পর থেকে ইন্টারনেট ব্যাবহারে গ্রাহকদের চার্জ দিতে হচ্ছে। তবুও, তাদের দাবি অনুসারে কম টাকা দিয়ে সবথেকে বেশি ডেটা পাচ্ছেন জিও-র গ্রাহকরা। কিন্তু এবার, জিও যা আনতে চলেছে তা একরকম ধামাকা।
ওয়েব ডেস্ক : ফের জিও ধামাকা ভারতে। একের পর এক ফ্রি অফার শেষে চলতি বছর ৩১ মার্চের পর থেকে ইন্টারনেট ব্যাবহারে গ্রাহকদের চার্জ দিতে হচ্ছে। তবুও, তাদের দাবি অনুসারে কম টাকা দিয়ে সবথেকে বেশি ডেটা পাচ্ছেন জিও-র গ্রাহকরা। কিন্তু এবার, জিও যা আনতে চলেছে তা একরকম ধামাকা।
নতুন কী অফার আনছে জিও?
এতদিন মোবাইল ইন্টারনেট ডেটাতে জিও বিপ্লব ঘটেছিল। বেকায়দায় পড়েছিল অন্যান্য মোবাইল পরিষেবা সংস্থাগুলি। বাধ্য হয়ে তারাও বাজারে নিয়ে আসে একের পর এক অফার। এবার ফাইবার টু হোম ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রেও বিপ্লব ঘটানোর পথে জিও।
আরও পড়ুন- জিও গ্রাহকেরা এই দারুণ সুবিধাটা পাচ্ছেন তো? অন্য কেউ যা দিতে পারেনি!
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম দফায় পরীক্ষামূলক ভাবে দিল্লি, মুম্বই, জামনগর, পুনা ও চেন্নাইতে ফাইবার টু হোম ব্রডব্যান্ড পরিষেবা চালু হচ্ছে। কয়েক মাসের মধ্যে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরেও সেই পরিষেবা চালু হয়ে যাবে।
কী থাকছে এই পরিষেবায়?
মোবাইল ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে ওয়েলকাম অফারের মতই এখানেও থাকছে ৯০ দিনের কমপ্লিমেন্টারি অফার। থাকবে ১০০ জিবি ফ্রি ডেটা। স্পিড থাকবে ১০০ এমবিপিএস পর্যন্ত। ১০০ জিবির পর স্পিড কমে দাঁড়াবে ১ এমবিপিএস-এ।
তবে খবরে প্রকাশ, এই পরিষেবায় শুরুতে একটু বেশি খরচ করতে হবে গ্রাহকদের। ইন্সটলেশনের সময় ৪৫০০ টাকা দিতে হবে তাদের। যদিও, সেটা ফেরতযোগ্য। তারপর থেকে ৬০০ জিবির জন্য ৫০০ টাকা ও ১০০০ জিবির জন্য ২০০০ টাকা দিতে হবে গ্রাহকদের। স্পিড থাকবে ১০০ এমবিপিএস।