বদলে যাচ্ছে জিও-র সব নম্বর

বদলে যাবে সব নম্বর। আগের নাম্বার আর থাকবে না। তার বদলে আসবে নতুন নাম্বার। নতুন এই ১০ ডিজিটের নাম্বারগুলি সবই শুরু হবে ৬ দিয়ে। সূত্রের খবর এমনই।

Updated By: Feb 15, 2017, 01:26 PM IST
বদলে যাচ্ছে জিও-র সব নম্বর

ওয়েব ডেস্ক : বদলে যাবে সব নম্বর। আগের নাম্বার আর থাকবে না। তার বদলে আসবে নতুন নাম্বার। নতুন এই ১০ ডিজিটের নাম্বারগুলি সবই শুরু হবে ৬ দিয়ে। সূত্রের খবর এমনই।

প্রথম পর্যায়ে রাজস্থান, আসাম, তামিলনাড়ুতে চালু হবে নতুন এই সিক্স সিরিজ মোবাইল নাম্বার। জানা গেছে, রাজস্থানের জন্য নির্ধারিত MSC কোড নাম্বার ৬০০১০-৬০০১৯, আসামের নাম্বার হবে ৬০০২০-৬০০২৯ এবং তামিলনাড়ুর কোড ৬০০৩০-৬০০৩৯। দ্বিতীয় ধাপে, বাকি রাজ্যগুলিতেও চালু হয়ে যাবে জিওর নতুন MSC কোড নাম্বার। মধ্যপ্রদেশ ও গুজরাটের জন্য জিও পেয়েছে ৯ সিরিজের MSC কোড। কলকাতা ও উত্তরপ্রদেশের জন্য ৮ সিরিজের কোড।

রিপোর্ট বলছে, এই মুহূর্তে ভারতে জিওর গ্রাহক সংখ্যা ৮০ মিলিয়ন। চলতি আর্থিক বছরের শেষে সেই গ্রাহক সংখ্যা ১০০ মিলিয়ন দাঁড়াবে বলে রিপোর্টে প্রকাশ। ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, জিওর আত্মপ্রকাশের তিন মাসের মধ্যেই দেশীয় বাজারে 'লিডিং টেলিকম কোম্পানি'র শিরোপা পেয়েছে জিও।

আরও পড়ুন, ক্লাসরুমের মধ্যে ৫ বছরের নাবালিকার সঙ্গে একী করলেন শিক্ষক!

.