ব্যাঙ্ককর্মী রোবোট
ব্যাঙ্কে কাস্টমারদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি রোবট। এ দেশে নয় অবশ্য, তাইওয়ানে। এ বার ছাঁটাই শুরু হল বলে!
ওয়েব ডেস্ক: ব্যাঙ্কে কাস্টমারদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি রোবট। এ দেশে নয় অবশ্য, তাইওয়ানে। এ বার ছাঁটাই শুরু হল বলে!
ওর নাম পিপার। যন্ত্রমানব হলেও রীতিমতো ব্যাঙ্ককর্মী। তাইওয়ানের ফার্স্ট কর্মাশিয়াল ব্যাঙ্ক ওর অফিস। পিপারকে এমপ্লয়ি আইডি কার্ডও দিয়েছে ব্যাঙ্ক।
আরও পড়ুন- মহাকাশের নতুন দেশের নাগরিক হবেন নাকি?
পিপার কফি সার্ভ করতে পারে। কাস্টমারদের সঙ্গে দিব্যি চালাতে পারে কথাবার্তা। ওকে তৈরি করেছে সফটব্যাঙ্ক। সফটব্যাঙ্কের কাছ থেকে তাইওয়ানের ফার্স্ট কর্মাশিয়াল ব্যাঙ্ক তাদের বিভিন্ন ব্রাঞ্চের জন্য কুড়িটি পিপার নিয়েছে।
ব্যাঙ্ক লেনদেনের কাজ অবশ্য এখনও পিপারকে দেওয়া হয়নি। ওর দায়িত্ব গ্রাহকদের সঙ্গে কথা বলা। ব্যাঙ্কের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানো।
আরও পড়ুন- আপনি যদি এই ছবি শেয়ার করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে!
জাপানের একাধিক নামী কোম্পানিতে ইতিমধ্যেই কাজ করেছে পিপার। জাপানের বাইরে এই প্রথম কাজে যোগ দিল সে। সফটব্যাঙ্কের কাছে ইতিমধ্যেই আরও একশো পিপারের অর্ডার দিয়েছে তাইওয়ানের নানা কোম্পানি। দু-বছরের চুক্তিতে পিপারের জন্য মাসে ভাড়া গুণতে হবে পঞ্চান্ন হাজার টাকা।