এমন 'ডেলিভারি বয়' আপনি আগে দেখেননি! (ভিডিও)
দরজায় খট-খট শুনে দরজাটা খুলেই অবাক কাণ্ড। আরে কেউ তো নেই! দরজায় তাহলে কে ধাক্কা দিল? চোখ পড়ল মাটির দিকে। রিমোট চালিত একটা ছোট্ট গাড়ির মত জিনিস। আর সেটাই হল গিয়ে সংস্থার 'ডেলিভারি বয়।' আপনার দেওয়া জিনিসের অর্ডার আপনার কাছে পৌঁছে দিতে এসেছে। মুদিসদাই থেকে পিত্জা-বার্গার বা হালের অনলাইনে শপিং, অদূর ভবিষ্যতে এসবই আপনার বাড়ির দরজায় পৌঁছে দেবে ডেলিভারি রোবট।
ওয়েব ডেস্ক : দরজায় খট-খট শুনে দরজাটা খুলেই অবাক কাণ্ড। আরে কেউ তো নেই! দরজায় তাহলে কে ধাক্কা দিল? চোখ পড়ল মাটির দিকে। রিমোট চালিত একটা ছোট্ট গাড়ির মত জিনিস। আর সেটাই হল গিয়ে সংস্থার 'ডেলিভারি বয়।' আপনার দেওয়া জিনিসের অর্ডার আপনার কাছে পৌঁছে দিতে এসেছে। মুদিসদাই থেকে পিত্জা-বার্গার বা হালের অনলাইনে শপিং, অদূর ভবিষ্যতে এসবই আপনার বাড়ির দরজায় পৌঁছে দেবে ডেলিভারি রোবট।
সম্প্রতি সিলিকন ভ্যালির রাস্তায় স্টারশিপ টেকনোলজিস সংস্থার তরফে এরকমই এক ডোলিভারি রোবটকে পরীক্ষামূলকভাবে চালানো হয়। সংস্থার তরফে দাবি করা হয়, তাদের ডেলিভারি রোবট পরীক্ষায় শতকরা ৯০ ভাগ সফল। ড্রাইভিং, নেভিগেটিং সাইডওয়াক, বাধা দূর করা, পথচলতি মানুষদের পাশ কাটানো, ট্রাফিক সিগনাল পর্যবেক্ষণ-সবেতেই এই ডেলিভারি রোবট উত্তীর্ণ।